Homeএখন খবরঅর্ধ লক্ষ টাকার পেঁয়াজ চুরি, হলদিয়াতে মাথায় হাত ব্যবসায়ীর

অর্ধ লক্ষ টাকার পেঁয়াজ চুরি, হলদিয়াতে মাথায় হাত ব্যবসায়ীর

নিজস্ব সংবাদদাতা: সোনা নয় , রুপো নয় চুরি হয়েছে পেঁয়াজ। আর তাতেই মাথায় হাত ব্যবসায়ীর। বাজারে এখন সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে পেঁয়াজ। সেই বাজার ধরতে গাঁটের কড়ি খসিয়ে কয়েক বস্তা পেঁয়াজ মজুত করেছিলেন হলদিয়ার বাসুদেবপুর এলাকার ব্যবসায়ী অক্ষয় দাস। চোরে নিয়ে গেছে সেই পেঁয়াজ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার পুলিশ জানিয়েছে, বাসুদেবপুরের সাহু বাজারে অক্ষয় দাসের আনাচপাতির দোকান থেকে ৩ বস্তা পেঁয়াজ লুঠ করেছে দুষ্কৃতীরা।সেই সঙ্গে চুরি গেছে প্রায় এক কুইন্টাল আদা ,৯০ কেজি মতো রসুন আর বেশকিছু পরিমাণ আলুও।সব মিলিয়ে এই চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫-৫০ হাজার টাকা বলে দাবি ব্যবসায়ী অক্ষয় দাসের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের ধারণা, আকাশছোঁয়া দামের জন্যই মোটা টাকা লাভ করতে পেঁয়াজ, রসুন, আদার দিকে নজর ফেলেছে চোরেরাও।মঙ্গলবার সকালে দোকানের সামনে এসে মাথায় হাত পড়ে যায় সবজি বিক্রেতা অক্ষয় দাসের। দেখেন, দোকানের দরজা খোলা।ভিতরে লণ্ডভণ্ড হয়ে রয়েছে অন্যান্য জিনিসপত্র।চুরির খবরে স্থানীয়দের ভিড় জমে যায় অক্ষয়ের দোকানে সামনে।কী চুরি গেল?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দোকানে ঢুকেই চক্ষু চড়কগাছ দোকানি অক্ষয়ের!মাথায় হাত পড়ে যায় তাঁর।কারণ দোকান থেকে চুরি গেছে বহুমূল্যের পেঁয়াজ, রসুন, আদা।অক্ষয় বলেন,”এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি, কিন্তু পেঁয়াজ চুরির ঘটনা কখনও ঘটেনি।দামের জন্যই ৩ বস্তা পেঁয়াজ মজুত করেছিলাম।৩ বস্তা পেঁয়াজই লুঠ করেছে চোরেরা।সঙ্গে চুরি গেছে আদা, রসুন, আলুও। এদিনের এই ঘটনার পর বাসুদেবপুরের সাহু বাজারে রাতে পুলিশ পাহারার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

Most Popular