টেক ডেস্ক: সম্প্রতি বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus-এর একটি নতুন স্মার্ট ফোন। সংস্থার তরফে বলা হয়েছে, এই ফোনটির নাম হবে ‘OnePlus Nord CE 5G ‘। এই স্মার্টফোনটি আগামী ১০ জুন OnePlus TV U-series-এর সাথে বাজারে লঞ্চ হবে। আশা করা হচ্ছে OnePlus Nord N10 5G এর উত্তরসূরি হিসেবে বাজারে আসতে পারে সংস্থার এই স্মার্টফোনটি। ইউরোপ এবং উত্তর আমেরিকায় কিছুদিন আগে লঞ্চ হয়েছে এই OnePlus Nord N10 5G স্মার্টফোনটি ।এই নতুন স্মার্টফোনটিতে গ্রাহকদের দেওয়া হবে একটি Snapdragon 750G SoC এবং একটি 64-megapixel primary rear ক্যামেরা সেন্সারের পরিষেবা।
এছাড়াও সংস্থার নতুন ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 750G SoC ব্যবস্থা,এমনই দাবী করা হয়েছে অ্যান্ড্রয়েড সেন্ট্রালের একটি প্রতিবেদনে। যদি এই প্রতিবেদন সত্যি হয়, তাহলে সংস্থার Nord এর অন্যান্য মডেলগুলির থেকে একধাপ পিছিয়ে রয়েছে এই স্মার্টফোনটি।কারন Qualcomm Snapdragon 765G-এর ব্যবস্থা রয়েছে OnePlus Nord এ।এছাড়াও প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনে পাওয়া যেতে পারে একটি ৬.৪৩ ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে ৯০ হার্জ রিফ্রেস রেটের সুবিধা।
মনে করা হচ্ছে একটি triple rear ক্যামেরা সেটআপ OnePlus Nord CE 5G ফোনে পেতে পারেন গ্রাহকেরা।এছাড়াও এই সেটআপে থাকতে পারে 64-megapixel primary সেন্সারের ব্যবস্থা ।অন্যদিকে 16-megapixel camera সেন্সার থাকতে পারে সেলফির জন্য।
চলতি সপ্তাহে Y সিরিজের আরও একটি টিভি প্রকাশের কথা জানিয়েছিলেন OnePlus সংস্থা। গত ২৪ তারিখে সংস্থার তরফে লঞ্চ করা হয়েছে OnePlus TV 40Y1। আসন্ন টিভিটি সংস্থার সিরিজের তৃতীয় সংস্করণ হিসেবে প্রকাশ করেছে OnePlus । এই সিরিজের তালিকায় অন্য দুটি হচ্ছে OnePlus TV 43Y1 এবং OnePlus TV 43Y1। Y সিরিজের টিভিটিতে ৪০ ইঞ্চি পরিমাপের স্ক্রিন রয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে সংস্থার টিভিটিতে দেওয়া হচ্ছে Android TV 9-based OxygenPlay, full-HD resolution, এবং 20W speakers -এর ব্যবস্থা।
anti-aliasing, noise reduction, dynamic contrast,colour space mapping, 20W output এবং Dolby Audio ব্যবস্থা রয়েছে Y সিরিজের টিভিটিতে। এছাড়াও Prime Video, Netflix, YouTube, Google Assistant টিভিটিতে ডাউনলোড করা যাবে গুগল প্লের মাধ্যমে । এর পাশাপাশি সবকিছু সহজেই নিয়ন্ত্রণ করার জন্য থাকছে Alexa পরিষেবা।