Homeএখন খবরOnePlus ৮ সিরিজের দুটি ৫ জি ফোন‌ লঞ্চ করল।

OnePlus ৮ সিরিজের দুটি ৫ জি ফোন‌ লঞ্চ করল।

OnePlus তার 8 সিরিজের দুটি ফোন লঞ্চ করল
একটি OnePlus 8 ও Oneplus 8 Pro এই দুটি ফোন মঙ্গলবার অনলাইন লাইভ ইভেন্টের মাধ্যমে তারা এই ফোন দুটি লঞ্চ করল।

তবে এর আগেই এই ফোন দুটির স্পেসিফিকেশন এবং দাম ফাঁস হয়ে গিয়েছিল লঞ্চের পরে জানা গেল যা ফাঁস হয়েছিল সেটাই ঠিক এই দুটি ফোনেই থাকছে ৫ জি। এই ফোনগুলি ইউরোপে বিক্রি শুরু হতে চলেছে ২১ এপ্রিল থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হচ্ছে ২৯ এপ্রিল থেকে তবে ভারতে কবে থেকে বিক্রি শুরু হবে সেটা জানা যায়নি। যেহেতু সারা ভারতজুড়ে চলছে লকডাউন তাই সমস্ত ই-কমার্স সংস্থার পরিষেবাগুলি এখন বন্ধ রয়েছে
ভারতে এই ফোনের দাম কত হবে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি তবে OnePlus 8 এর দাম হতে পারে ৭৫,৯০০ এবং OnePlus 8 pro এর দাম হতে পারে ৬০,৭০০ টাকার মধ্যে

Image Credit “extremtech.com”

এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেশিফিকেশন নিচে দেওয়া হল।

১.ডিসপ্লে
•OnePlus 8 :- ৬.৫৫ ইঞ্চি ফ্লুয়েড অ্যামোলেড ২৪০০×১০৮০ পিক্সেল।
•OnePlus 8 Pro:- ৬.৭৮ ইঞ্চি ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে ৩১৬৮ x ১৪৪০ পিক্সেল

২. স্টোরেজ
দুটিতেই এই ভ্যারিয়েন্ট থাকছে।
৮ জিবি র‌্যাম+১২৮ জিবি রম
১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি রম

৩. প্রসেসর
দুটিতেই কোয়ালকাম স্মেন্পড্রাগন ৮৬৫ চিপসেট থাকছে।
৪.ক্যমেরা
•OnePlus 8
মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এছাড়া ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
•Oneplus 8Pro
মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়া ৪৮ মেগাপিক্সেলের অন্য ক্যামেরাটিতে ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড ভিউ পাওয়া যাবে। এছাড়া থ্রি এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এই ফোনে এবং ফ্রন্ট ক্যমেরা ১৬ মেগাপিক্সেলের

৪.ব্যাটারি
•OnePlus 8
৪৩০০ এম.এ.এইচ ৫ ভোল্ট ৬ এম্পিয়ার
•Oneplus 8 pro
৪৫১০ এম.এ.এইচ ৫ ভোল্ট ৬ এম্পিয়ার ওয়ারলেস চার্জিং সাপোর্টেড

OnePlus 8 এর ওজন ১৮০ গ্ৰাম এবং‌ OnePlus 8 pro এর ওজন ১৯৯ গ্ৰাম

RELATED ARTICLES

Most Popular