Homeএখন খবরকালিপুজোর সকালে খাস কলকাতায় বড়সড় দূর্ঘটনা, মাথার উপর দিয়ে চলে যায় ট্যাঙ্কারের...

কালিপুজোর সকালে খাস কলকাতায় বড়সড় দূর্ঘটনা, মাথার উপর দিয়ে চলে যায় ট্যাঙ্কারের চাকা, চাঞ্চল্য আলিপুরে

ওয়েব ডেস্ক : সাতসকালে ফের বড়সড় দূর্ঘটনা শহর কলকাতায়। রাস্তা পার হওয়ার সময় আচমকা ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। জানা গিয়েছে, ট্যাঙ্কারের ধাক্কায় ছিটকে পড়েন ওই মহিলা। এরপর তাঁর মাথার উপর দিয়ে চলে যায় ট্যাঙ্কারের চাকা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরের মোমিনপুর এলাকায়। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত পুলিশে খবর দেওয়া হলে, খবর পেয়ে ঘটনাস্থলে আলিপুর থানা পুলিশ পৌঁছে দেহটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ আলিপুরের মোমিনপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। সেসময় আচমকা উল্টোদিক থেকে একটি ট্যাঙ্কার এসে ওই মহিলাকে ধাক্কা দেয়। ট্যাঙ্কারের ধাক্কায় অন্যদিকে ছিটকে পড়েন ওই মহিলা। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, ধাক্কা দেওয়ার পর ট্যাঙ্কারটি দ্রুত গতিতে এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেসময় ওই মহিলার মাথার উপর দিয়ে ট্যাঙ্কারের চাকা মাথার পিষে দিয়ে চম্পট দেয়। ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করেন।

এই ঘটনায় আলিপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ওই মহিলা একবালপুরের বাসিন্দা। ট্যাঙ্কারের চাকা পিষে দেওয়ার পরও মহিলার প্রাণ ছিল। সেকারণে তাকে দ্রুত এস এস কে এম হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পরই ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে আলিপুর থানার পুলিশ। কালিপূজোর সকালে আচমকা এমন ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

Most Popular