![]() |
ধৃত পান্ডেকে নিয়ে আদালতের পথে খড়গপুর শহর পুলিশ |
নিজস্ব সংবাদদাতা: খড়গপুর মহকুমা পুলিশের বিশেষ অভিযানে মাঝেই স্বমহিমায় ফিরছে অনলাইন লটারি। লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে চলছে ‘প্লে উইন’ অন লাইন গেম বা লটারি । হাতে গরম নগদ টাকা পাওয়ার লোভে সংসার বেচে লটারিতে সামিল বেকার যুবক থেকে দিনমজুর সবাই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে সারা খড়গপুর শহর জুড়ে অন্ততঃ ৫০০টি অনলাইন লটারির ঠেক চলছিল। খড়গপুর মহকুমা পুলিশ শাসক সুকোমল দাসের তৎপরতায় ইন্দা থেকে নিমপুরা কিংবা কৌশল্যা থেকে তালবাগিচায় চলা এই ‘প্লে উইন’ য়ের রাশ টেনে ধরেছিল পুলিশ। কিন্তু সম্প্রতি আড়ালে ফের সক্রিয় হয়েছিল কিছু জুয়াড়ি। এরকমই এক লটারি চালককে গ্রেপ্তার করে একই রাতে ১৪লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ যদিও একদিনে খড়গপুর শহরে কোটি টাকার ব্যবসা চলত বলে জানা গেছে কিছু ব্যবসায়ীদের কাছ থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার রাত্রে খড়গপুর শহর পুলিশ অভিযান চালিয়ে শহরেরই ইন্দা এলাকা থেকে জয়কিষান পান্ডে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু গাঁজা ও নগদ ১৪ লাখ টাকা উদ্ধার হয়। অভিযুক্ত জয়কিষানকে শুক্রবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল । আপাতত তাকে জেল হেফাজতে রাখা হয়েছে আগামীকাল ফের তাকে নারকটিকস আইনে পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অনলাইন লটারি চালানোর অভিযোগ রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাত্র একজনের কাছ থেকেই একদিনের ব্যবসা বাবদ ১৪লাখ টাকা উদ্ধার রীতিমত চিন্তার বিষয়। জানা গেছে ‘পেমেন্ট’ করার জন্যই মজুত করা হয়েছিল ওই টাকা। উল্লেখ্য পুলিশি অভিযানে গত চারদিন ধরে ভাটা পড়েছিল অন লাইন লটারিতে। ফের সক্রিয় হয়ে উঠেছে কেউ কেউ। পুলিশ অবশ্য নজর রাখছে বলে দাবি করেছে।