Homeএখন খবরতেলেনিপাড়ায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে ৮৯ জনই হিন্দু, দাবি দিলীপের

তেলেনিপাড়ায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে ৮৯ জনই হিন্দু, দাবি দিলীপের

ওয়েব ডেস্ক : তেলেনিপাড়ার দাঙ্গায় কেটে গিয়েছে প্রায় ১ মাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ফের শাসকদলকে বিঁধলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, তেলেনিপাড়ায় মূলতঃ কোয়ারেন্টাইন সেন্টার, টেস্টিং নিয়ে পুলিশের সাথে মুসলিমদের অশান্তি হয়েছিল। হিন্দুদের সেখানে কোনো ভূমিকাই ছিলনা। অথচ বেশিরভাগ হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ যাদের গ্রেফতার করেছে সেই ১১৯ জনের মধ্যে ৮৯ জনই হিন্দু।

এদিন দিলীপ ঘোষ বলেন, “দিল্লিতে যেমন আম আদমি পার্টির বিধায়কের বাড়ি থেকে হামলা হয়েছিল। তেলেনিপাড়ায় তেমন তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে হামলা হয়েছে। সেই ভিডিয়ো আমাদের কাছে রয়েছে। বিজেপিকে এর মধ্যে টেনে নিয়ে গিয়ে লাভ নেই।” তাঁর দাবি, “একটা পাড়া থেকে গিয়ে অন্য পাড়ায় বোম মারা হয়েছে। মন্দির ভাঙা হয়েছে। নিরীহ হিন্দুরের ওপর অত্যাচার করা হয়েছে, এমনকি তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই লোকেরা এখনো ক্ষতিগ্রস্ত। যারা ঘটনার প্রতিবাদ করেছে তাদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৮৯ জনই হিন্দু।”

এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “যিনি কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পান, তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না।”

প্রসঙ্গত, গত ১০ মে হুগলির তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। হামলার জেরে দুপক্ষেরই বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ আসে। এমনকি বাড়িতে ঢুকে লুঠপাটও করা হয়। এর জেরে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় গঙ্গাপাড়ে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular