Homeএখন খবরএবার গুগল স্টোরেজ ব্যবহার করতে গেলে আপনাকে দিতে হবে টাকা

এবার গুগল স্টোরেজ ব্যবহার করতে গেলে আপনাকে দিতে হবে টাকা

টেক ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা স্মার্টফোনের উপর নির্ভরশীল। আট থেকে আশি কমবেশি প্রত্যেকেই স্মার্টফোনের সঙ্গে সড়গড়। করোনা ভাইরাসের ফলে দেশের বিভিন্ন জেলায় লকডাউনে সকলেই ঘরবন্দি, ফলে যোগাযোগের উপায় বলতে স্মার্টফোন। একইভাবে অধিকাংশ অফিসই এখন ওয়ার্ক-ফ্রম-হোম চালু করে দিয়েছে। ফলে অফিসের কাজেও মোবাইল আবশ্যক।

আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি; এই মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায় প্রত্যেকেই গুগল স্টোরেজের ব্যবহার করে থাকেন। কারণ, ফোন থেকে যে কোনও ছবি মুছে ফেললেও তা থেকে যেত গুগল স্টোরেজে। ফলে সহজেই বহু পুরনো জিনিস পাওয়া যেত হাতের মুঠোয়। কিন্তু এরজন্য এক পয়সাও খরচ করতে হত না।

এবার গুগল স্টোরেজ ব্যবহার করতে গুনতে হবে টাকা। সম্প্রতি বিষয়টি জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার তরফে জানানো হয়েছে, গুগুল স্টোরেজ ব্যবহার করতে এবার টাকা দিতে হবে।

তবে আপনাকে ১৫ জিবি পর্যন্ত কোনও টাকা লাগবে না। অর্থাৎ ১৫ জিবি পর্যন্ত ছবি ও ভিডিও রাখতে এখনও কোনও টাকা খরচ করতে হবে না। তবে তার বেশি ব্যবহারের ক্ষেত্রে মাসে গুনতে হবে ১৪৬ টাকা। সারাবছরের জন্য ১৪৬৪ টাকা। তবে পুরনো ছবি বা ভিডিওর জন্য নতুন করে টাকা দিতে হবে না।

RELATED ARTICLES

Most Popular