নিজস্ব সংবাদদাতা: সংশোধিত নাগরিক আইন বিরোধী আন্দোলনে উত্তাল শাহিনবাগ আর শাহিনবাগের সেই উত্তাপ ধিরে ধিরে ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। সেই আন্দোলন নিয়ে ল্যাজে গোবরে। এই পরিস্থিতিতে এনআরসিকে প্রয়োগ করা সম্ভব নয় মনে করেই সম্ভবত পিছিয়ে এল কেন্দ্র। মঙ্গলবার বার লোকসভায় এনআরসি সংক্রান্ত আলোচনার মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন যে , “এখনই দেশ জুড়ে জাতীয় নাগরিকপঞ্জির কাজ শুরু করার কোনও পরিকল্পনা নেই।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের অন্যান্য মন্ত্রী, এমনকী এ রাজ্যের বিজেপি নেতারাও যখন এনআরসি আর ক্যা লাগু করা নিয়ে বারবারই কার্যত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে অসম-সহ দেশের বিভিন্ন অংশে চলছে আন্দোলন। যার সর্বাগ্রে রয়েছে বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলনে গোটা দেশকেই দিশা দেখিয়েছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। সংসদের অন্যান্য অধিবেশনের মতো বাজেট অধিবেশনেও এসবের বিরুদ্ধে সুর চড়ানোর কৌশল নিয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। সংসদের ভিতরে এবং বাইরে এনআরসি-ক্যা বিরোধী বিক্ষোভে শাসকদলকে চাপে রাখতে চান তাঁরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেইমতো মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিক্ষোভ। পরে এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত বিবৃতিতে জানিয়ে দিলেন, “এখনও পর্যন্ত, দেশ জুড়ে জাতীয় নাগরিকপঞ্জির কাজ শুরু করার কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।” তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। তাহলে কি লাগাতার বিক্ষোভের মুখে পড়ে এনআরসি ইস্যুতে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করছে কেন্দ্র? নাকি অসম থেকে শিক্ষা নিয়ে পিছু হঠছেন নেতারা? অসমে এনআরসিতে পরও বাদ যাওয়া ১৯ লক্ষ মানুষের মধ্যে ১২ লক্ষই হিন্দু বাঙালি। যা প্রায় ব্যুমেরাং হয়ে এসেছে বিজেপির কাছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশেষজ্ঞদের একাংশের মত, নিত্যানন্দ রাইয়ের এই লিখিত বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের সঙ্গে অমিল। যেখানে মন্ত্রী বারবারই জাতীয় নাগরিকপঞ্জি লাগু করতে ব্যস্ত হয়ে উঠছেন, প্রধানমন্ত্রী নিজেও এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছেন বিভিন্ন সভায়, সেখানে প্রতিমন্ত্রীর এই লিখিত বিবৃতিতেই স্পষ্ট যে তাঁদের সেসব বক্তব্য কেবলই মুখের কথা। আসলে দেশের সামগ্রিক পরিস্থিতি বুঝে, রাজনীতির জল মেপে তবেই এনআরসি চালুর সিদ্ধান্ত নেবে কেন্দ্র।