Homeএখন খবরভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আধুনিক জলযান, আগামী ৫বছরে ২০০ নৌ যান...

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আধুনিক জলযান, আগামী ৫বছরে ২০০ নৌ যান যুক্ত হবে বাহিনীতে

 নিজস্ব সংবাদদাতা: বিশ্বের চতুর্থ বৃহত্তম উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ডের হাতে এল অত্যাধুনিক জলযান অমৃত কৌর। স্বাধীনতা সংগ্রামের অনন্যা সেনানি তথা লবণ সত্যাগ্রহ আন্দোলনের প্রথিতযশা নারী পাঞ্জাব নন্দিনীর নামাঙ্কিত এই জলযানটি উপকূল রক্ষীবাহিনীর সদর দপ্তর হলদিয়াতে সংযুক্ত হল বৃহস্পতিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই উপলক্ষ্যে হলদিয়ায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত বাহিনীর পশ্চিমবঙ্গ কমান্ডারের ডি.আই.জি এস আর দাস জানালেন, ” ভারতের উপকূলকে আরও সুরক্ষা দিতে এবং মৎসজীবিদের নিরপত্তা নিশ্চিত করতে আগামী ৫বছরে বাহিনীতে ১০০টি বিমান ও ২০০টি আধুনিক জলযান সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।” উল্লেখ্য এই সংখ্যাটি বর্তমানে ৬২ ও ১৪৬। 

৪৯ মিটার দৈর্ঘ্য ও ৩০৮ টন ওজন পরিবহনে সমর্থ্য নৌযান অমৃত কৌর এই সময়ের সর্বাধুনিক এমন জলযান যা সমুদ্রের ওপর দিয়ে ৬০কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এবং প্রয়োজনে রণতরীর মত লড়াই করতেও পারে। আধুনিক প্রযুক্তি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা সমন্বিত এই জলযানটি বানিয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স ও ইঞ্জিনিয়ার সংস্থা। সমুদ্রে নজরদারি ও প্রহরার পাশাপাশি জলদস্যুদের মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা এই জলযান বিপদে পড়া ভারতীয় মৎসজীবিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার মত পরিকাঠামো নিয়ে তৈরি হয়েছে।   

RELATED ARTICLES

Most Popular