Homeঅটোমোবাইলএক লিটার পেট্রলে ৯০ কিমি ছুটবে বাইক!  দাম ৫০ হাজারেরও কম

এক লিটার পেট্রলে ৯০ কিমি ছুটবে বাইক!  দাম ৫০ হাজারেরও কম

The first bike is Bajaj's bike. The company claims that their CT100 bike can cover a distance of 69.5 km on one liter of petrol. Its engine is DTS-I engine. This bike also has a comfortable seating area, special arrangement of rubber pads in the petrol tank.The HF100 features the i3s sensor in this model. This sensor reduces the cost of petrol. It also has instant pick-up facility. The basic variant is priced at Rs 49,400 in Delhi showrooms. This model is available in multiple colors.The ex-showroom of Bajaj CT100 in Delhi is priced at Rs 49,152. In other words, this great bike can be found for less than 50 thousand rupees. This model is available in multiple colors.Hero MotoCorp's HF100 is another bike similar to Bajaj's CT100. It goes up to 60 km per liter, the company claimed. This time the distance of 1 km is less than 1 taka.

নিউজ ডেস্ক: লক ডাউনে যখন জীবন জীবিকার ওপর চূড়ান্ত আঘাত তখন উল্টো দিকে জ্বালানির দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের জীবনে। আরও কতদিন এই লকডাউন বারবার ফিরে ফিরে আসবে কে জানে? করোনার দ্বিতীয় ঢেউ পেরিয়ে তৃতীয় ঢেউয়ের প্রহর গুনছে দেশ তথা বিশ্ব। শোনা যাচ্ছে আসতে পারে চতুর্থ ঢেউও! জীবাণুর সংক্রমন শৃঙ্খলা ভাঙতে তবে কী মাঝে মধ্যে লকডাউন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে? কিন্তু জীবন তো দাঁড়াবেনা তাতে। জীবনের প্রয়োজনে তাই দৌড়াতে হবেই। আর দৌড় মানেই জ্বালানি। এবার সেই জ্বালানি যন্ত্রনা থেকেই মুক্তি দিতে আসছে দু-দুটি বাইক তাও আবার অবিশ্বাস্য কম দামে! চলুন দেখে নেওয়া যাক সেই বাইক দুটির ফিচার।

বর্তমান এই সময়টাতে যারা বাইক কেনার কথা ভাবছেন, তাদের নজর রয়েছে বেশি মাইলেজ দেয় এমন বাইকের দিকে।এক্ষেত্রে দু’টি সেরা অপশন হতে পারে। এই দু’টি বাইক কোম্পানি জানিয়েছে, এগুলি ৯০ কিমি মাইলেজ দিতে পারে।

প্রথম বাইকটি বাজাজের বাইক। সংস্থার দাবি, তাদের CT100 বাইকটি এক লিটার পেট্রলে ৮৯.৫ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটির ইঞ্জিন রয়েছে ডিটিএস-আই ইঞ্জিন। এছাড়া এই বাইকে আরামদায়ক বসার জায়গা, পেট্রল ট্যাঙ্কে রাবার প্যাডের বিশেষ ব্যবস্থা রয়েছে।

HF100 এই মডেলটিতে i3s sensor-এর সুবিধা দিয়েছে Hero। এই সেন্সর পেট্রোলের খরচ কমায়। এছাড়া এটিতে রয়েছে ইনস্ট্যান্ট পিক-আপের সুবিধা। দিল্লির শোরুমগুলিতে এর বেসিক ভেরিয়েন্টের দাম রয়েছে, ৪৯,৪০০ টাকা। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।

দিল্লিতে বাজাজ CT100-এর এক্স শোরুমের দাম ৪৯,১৫২ টাকা। অর্থাৎ ৫০ হাজারেরও কম টাকায় পাওয়া যেতে পারে এই দারুণ বাইকটি। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।

Hero MotoCorp-এর HF100 বাজাজের CT100-এর মতোই আর একটি বাইক। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এটি প্রতি লিটারে ৭০ কিমি পর্যন্ত যায়। এবার ১কিলোমিটার পথ পাড়ি দিন ১টাকারও কমে।

RELATED ARTICLES

Most Popular