Homeএখন খবরনেতাজির জন্ম দিনে ভারতমাতার পুজো করে বিতর্কে এভিবিপি

নেতাজির জন্ম দিনে ভারতমাতার পুজো করে বিতর্কে এভিবিপি

নিজস্ব সংবাদদাতা: সারা দেশ জুড়ে বৃহস্পতিবার নেতাজি ১২৩ জন্মদিবস পালিত হচ্ছে অথচ পশ্চিম মেদিনীপুরের বেলদাতে দেখা গেল নেতাজির একটা ছবিকে মণ্ডপের বাইরে টাঙিয়ে রেখে মণ্ডপের ভেতরে ভারতমাতার মূর্তি রেখে পুজো করল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আর এই ঘটনায় প্রশ্ন তুলেছে তৃনমূল ছাত্রপরিষদ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃনমূল ছাত্রপরিষদের বক্তব্য ভারতমাতার পুজো যে কোনও দিন করা যেতে পারে কিন্তু যখন নেতাজির জন্মদিনেই সেটা করা হয় তখন বুঝতে হয় যে আদতে নেতাজিকে এড়িয়ে যেতে চাইছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এভিবিপি অবশ্য দাবি করেছে, যেমন স্বাধীনতা সংগ্রাম কালে ভারত মাতার মুর্তি বানিয়ে পুজো করতেন, ঠিক একইভাবে সুভাষচন্দ্রের জন্মদিনে ভারত মাতার মুর্তি পুজো জন্মদিন পালন করা হল অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বেলদা কলেজ ইউনিটের পক্ষ থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন কলেজের অনতিদুরেই আয়োজন করা হয় ভারতমাতার পুজোর। বেলদা বাজার এলাকায় জাতীয় পতাকা আবরনে একটি শোভাযাত্রা পরিক্রমা করে। শোভাযাত্রার পর ভারত মাতার পুজোয় মেতে ওঠে এবিভিপি-র ছাত্র-ছাত্রীরা। পুজোর পর এলাকায় প্রসাদ বিতরন করে তারা।
এবিভিপি বেলদা কলেজ ইউনিটের তমালজ্যোতি জানা নামে এক ছাত্রনেতা বলেন, নেতাজি জম্মদিনে আমরা তাঁর মতই ভারতমাতার পুজো করেছি। তবে আমদের এই কর্মসূচি তে প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। তা সত্বেও আমরা শোভাযাত্রার পাশাপাশি ভারতমাতার পুজোও করেছি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা আরও বলেন, এই কর্মসূচি সফল করতে আমাদের বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। এমনকি বুধবার রাতে কিছু দুস্কৃতি আমাদের পুজো মন্ডপ নষ্ট করার চেষ্টা করে।
নারায়নগড় ব্লক তৃনমূল ছাত্রপরিষদ সভাপতি মনোজ দেব বলেন, ভারতমাতার পুজো যে কেউ যে কোনও সময় করুন কিন্তু আজই কেন ? আজ তো বরং ওঁরা রক্তদান শিবির করতে পারতেন, পুলওয়ামায় যে জওয়ানরা শহীদ হলেন তাঁদের পুজো করতে পারতেন। আসলে ভারতমাতার নামে ওরা বিজেপির পুজো করেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেব আরও বলেন, শুনেছি ওঁরা কোনও অনুমতি ছাড়াই এই পুজো করেছেন। আমরা দেখব প্রশাসন কি ব্যবস্থা নেয়। নাহলে আমরাও কোনও কর্মসূচি পালনের জন্য প্রশাসনের অনুমতি নেবনা।

RELATED ARTICLES

Most Popular