Homeএখন খবরএনসিবির বড় পদক্ষেপ! বলিউডের বড় এক পরিচালকের ঘরে গভীর রাতে আচমকাই হানা

এনসিবির বড় পদক্ষেপ! বলিউডের বড় এক পরিচালকের ঘরে গভীর রাতে আচমকাই হানা

নিউজ ডেস্ক: ড্রাগ সংযোগ বিষয়ে তদন্তকারী সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) এক বড় পদক্ষেপ নিয়েছে। এনসিবি মুম্বাইয়ে বলিউডের এক বড় নির্মাতা ও পরিচালকের বাড়ীতে অভিযান চালিয়েছে। গভীর রাতে চালানো এই অভিযানে মাদক ও নগদ উদ্ধার হওয়ার পরে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের সময় এই পরিচালক-প্রযোজকের নাম প্রকাশিত হয়েছিল, তারপরে এনসিবি এই পদক্ষেপ নেয়। এ প্রসঙ্গে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

আসলে ড্রাগস সংযোগ তদন্তের ক্ষেত্রে এনসিবি অনেক বলিউড সেলিব্রিটিকে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে। বিগত কিছুদিন আগেই কেন্দ্রীয় মাদকবিরোধী সংস্থা এনসিবি দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে সমন পাঠিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এই অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দীপিকা পাডুকোনের ট্যালেন্ট ম্যানেজার কারিশমা প্রকাশও এনসিবির এই তালিকায় রয়েছেন। কারিশমা প্রকাশকে এই মাসে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। এসএনসিবিও তাকে আগে জিজ্ঞাসাবাদ করেছে। কারিশমা প্রকাশ আদালতে আগাম জামিনের আবেদনও করেছিলেন।

প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত চলতি বছরের জুন মাসে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। বান্দ্রার বাড়িতে তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে অনেকেই দাবী করেন এটি আত্মহত্যা নত, পরিকল্পিত খুন। তদন্তে নামে পুলিশ। দাবি করা হয় সিবিআই তদন্তের। সুশান্তের পরিবারের পাশাপাশি তাঁর ভক্তকুলের দাবী ক্রমশই জোরাল হতে থাকে, সুশান্তের জন্য ন্যায় বিচার চেয়ে গরজ্র ওঠেন তারা। সেই তদন্তে নেমে ইডির হাতে আসে অনেক তথ্য। ড্রাগ সংক্রান্ত মামলাও উঠে আসে। এরপর এনসিবি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করে। উঠে আসে বলিউডের সব নামি-দামি তারকার নাম। রিয়া চক্রবর্তী বর্তমানে জামিনে রয়েছেন, তবে তার ভাই এখনও জামিন পাননি।

RELATED ARTICLES

Most Popular