ওয়েব ডেস্ক : দীর্ঘ ২৫ বছর ধরে গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেনের অভিজাত আবাসনে পরিচারিকার কাজ করতেন প্রণতি মন্ডল নামে এক মহিলা। রবিবার ওই আবাসনের নীচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের পর ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আচমকা প্রণতি দেবীর অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই রহস্য দানা বেধেছে। জানা গিয়েছে, প্রতিদিনের মতই রবিবারও ওই আবাসনে কাজে গিয়েছিলেন প্রণতি মন্ডল নামে ওই পরিচারিকা। এরপর এদিন দুপুর তিন’টে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। প্রথমে চিৎকারের শুনে কোথা থেকে আচমকা বিকট শব্দ হল বুঝতে না পারলেও ঘটনার কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীদের নজরে আসে বাড়ির সামনেই পড়ে রয়েছে একটি রক্তাক্ত দেহ।
এরপর আবাসনের অন্যান্যদের খবর দেন নিরাপত্তারক্ষী। এরপর আবাসনের অন্যান্য বাসিন্দারা ঘটনাস্থলে এসে প্রথমে ওই মহিলাকে শনাক্ত করতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন, ওই মহিলা আবাসনের ন’তলার পরিচারিকা প্রণতি মন্ডল। এই ঘটনার পর দ্রুত গড়িয়াহাট থানায় খবর দেওয়া হলে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তদন্তকারী আধিকারিকরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু দশতলার আবাসনের নবম তলের বারান্দা থেকে আচমকা কিভাবে ওই পরিচারিকা নীচে পড়ে গেলেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে। ঘটনার পর ইতিমধ্যেই ন’তলার প্রবীন দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, রবিবার দুপুরে বারান্দায় জামাকাপড় শুকোতে গিয়েছিলেন ওই পরিচারিকা। সে সময় বারান্দার সামনের পিলার ছোট ও মেঝে পিছল থাকায় সেখান থেকেই পা ফসকে পড়ে যেতে পারেন বলেই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। তবে খুন নাকি আত্মহত্যা, নাকি অসাবধানতার কারণেই বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পরিচারিকার, তা ময়নাতদন্তের রিপোর্ট না আসায় স্পষ্ট করে বলা সম্ভব নয়। জানা গিয়েছে, সোমবার ময়নাতদন্তের রিপোর্টে আসলে তারপরই পরিচারিকা প্রণতি মন্ডলের মৃত্যুর কারন স্পষ্ট করে জানা যাবে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।