Homeএখন খবরহলদিয়ায় রহস্যমৃত্যু যুবকের, বন্ধুরাই খুন করেছে দাবি পরিবারের

হলদিয়ায় রহস্যমৃত্যু যুবকের, বন্ধুরাই খুন করেছে দাবি পরিবারের

নিজস্ব সংবাদদাতা: ২৪ বছরের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে হলদিয়ার সুতাহাটাতে। হলদিয়ার টাটা কোম্পানীতে কর্মরত সৌরভ দোলাই নামে ওই যুবক বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সোমবার সাত সকালে দোলাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁর  হরিণভাষার বাড়ির অনতি দুর থেকেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। আশেপাশে ছিল রক্তের দাগও। পরিবারের অভিযোগ, বন্ধুরাই ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে সৌরভকে। তারপরই মৃতদেহ ফেলে দিয়ে গেছে বাড়ির সামনের খালে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৌরভ বিয়ে করেছিলেন মাত্র বছর কয়েক আগে। দেড় মাসের এক শিশুকন্যা রয়েছে তাঁদের। তাঁর স্ত্রী সুদীপ্তা  দাবি করেছেন মাঝে মধ্যে রাত করে ফিরত সৌরভ। ব্যস্ত থাকলে ফোন তুলতেননা। রাত ১টার সময় ফোন বেজে গেলেও ফোন ধরেননি সৌরভ। এরপর রাত আড়াইটায় তার ফোনের সুইচ অফ হয়ে যায়। সোমবার সকালেই এলাকার লোকেরা দেখতে পায় তার মৃতদেহ। খবর যায় বাড়িতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে সৌরভের সাত বন্ধুকে আটক করেছে পুলিশ।ওই ৭ জনের সঙ্গেই রামপুর এলাকায় রবিবার রাতে মদের আসর বসিয়ে ছিল সৌরভ এমনটাই জানতে পেরেছে পুলিশ। পুলিশের বক্তব্য,  আটক সাত বন্ধুকে জিজ্ঞাসাবাদ ঘটনার কিনারা করার চেষ্টা করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৌরভের স্ত্রী জানিয়েছেন , রবিবার বিকেলে বাড়িতে বসে টিভি দেখছিল সৌরভ।বেশ কয়েকজন বন্ধুর ফোন পেয়ে বিকেল ৫ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে।চৈতন্যপুর যাওয়ার কথা বলেই বেরিয়ে ছিল সে।সৌরভের মা বর্ণালী বলেন, “আমার ছেলেকে খুন করা হয়েছে।ওর বন্ধুরাই পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েই খুন করা হয়েছে।খুনিদের শাস্তি চাই আমরা।” 

RELATED ARTICLES

Most Popular