Homeএখন খবরগোয়ালতোড়ে বিধবা যুবতীকে গলার নলি কেটে খুন, পরকীয়া রহস্যের খোঁজে পুলিশ

গোয়ালতোড়ে বিধবা যুবতীকে গলার নলি কেটে খুন, পরকীয়া রহস্যের খোঁজে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: বাপের বাড়িতে এসে এক বিধবা যুবতীর নৃশংস খুনের ঘটনায় পরকীয়া রহস্যের খোঁজ করছে পুলিশ। যানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকার গোয়ালগোড়া গ্রামের বাপের বাড়িতে এসেছিলেন ২৫বছর বয়সী দিপালী মাহাত। শুক্রবার সকালে তার গলার নলিকাটা দেহ পাওয়া যায় গ্রাম থেকে কিছুটা দুরে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দিপালীর শ্বশুরবাড়ি গোয়ালতোড়ের শিংলাতে। বছর আগেই স্বামী মারা যায়। আড়াই বছরের একটি মেয়েও রয়েছে তার৷ গতকাল সন্ধ্যাতেই শিংলা থেকে বাপের বাড়ি গোয়ালগোড়াতে এসেছিলেন। শুক্তবার সকালে  দুর্গাবাঁধ ফার্ম হাউসের  পাঁচিলের গায়ে তার গলার নলি কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। তারাই খবর দেয় হয় গোয়ালতোড় থানায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়েই গোয়ালতোড় থানার পুলিশমৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর সদর হাসপাতালে পাঠায়। পাশাপাশি তদন্ত শুরু করে।  পুলিশের প্রাথমিক অনুমান মৃতা ওই মহিলার সাথে কারও অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই এই খুনের ঘটনা ঘটেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মনে করা হচ্ছে মহিলার জীবনের  দুজন পুরুষের অস্তিত্ব ছিল। যার একজন এই খুন করে থাকতে পারে। ওই মহিলা বাপের বাড়ি আশার সময় তার শ্বশুরবাড়ি এলাকার কোনও প্রেমিক কি তার পেছন পেছন এসে আত্মগোপন করেছিল এখানে নাকি সেই প্রণয়ের খবর পেয়ে বাপের বাড়ি এলাকার কোনও প্রেমিক তাঁকে ডেকে পাঠিয়ে খুন করল ? রহস্য খুঁজছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular