Homeএখন খবরমুকুলের সঙ্গে গাজলের প্রাক্তন তৃণমূলের বিধায়কের বৈঠক ফাঁস, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল

মুকুলের সঙ্গে গাজলের প্রাক্তন তৃণমূলের বিধায়কের বৈঠক ফাঁস, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল

নিজস্ব সংবাদদাতা : ফের কি দল ভাঙানোর খেলা শুরু করলেন  মুকুল রায়? রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের মুখেই একটি ভিডিও ঘিরে এমনই বিতর্ক তৈরি হয়েছে। সামনেই উপনির্বাচনে রাজ্যে। তার আগে হঠাৎই বিজেপি নেতা মুকুল রায়ে সঙ্গে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে । তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে কি তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে? ফের ভাঙন ধরতে চলেছে তৃণমূলে?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই জল্পনার পারদ চড়তেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। প্রকাশ্যেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে শাসক শিবিরে। মুকুল রায়ের সঙ্গে উত্তরবঙ্গের এক প্রাক্তন তৃণমূল বিধায়কের ভিডিও ভাইরাল হতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বেও চাপে। যদিও ওই প্রাক্তন বিধায়ক প্রকাশ্যেই জানিয়েছেন, তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মুকুল রায়ের সঙ্গে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুশীল রায়ের দাবি, তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলেই থাকবেন। অযথা তাঁর নামে বদনাম ছড়ানো হচ্ছে। তৃণমূলেরই একাংশ তাঁর বিরুদ্ধে এই কুৎসা রটাচ্ছে। তিনি মালদহের গাজোলের বর্তমান বিধায়ক ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁকে দলে কোণঠাসা করতেই এই বদনাম করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির তরফেও দাবি করা হয়েছে, সুশীল রায়ের মতো অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা। সময় এলেই তাঁরা তৃণমূল চেড়ে বিজেপিতে আসবেন। মুকুল রায়ও নানা সময়ে দাবি করেছেন, তৃণমূলের অনেক নেতা-নেত্রী, বিধায়ক-সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের মালদহ জেলার সাধারণ সম্পাদক শুভময় বসু অবশ্য সুশীল রায়ে বিজেপিতে যোগদানের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আর গাজোলের বর্তমান বিধায়ক দিপালি বিশ্বাসের স্বামী রঞ্জিত বিশ্বাসের দাবি, যদি কিছু বলারই থাকে, তিনি দলের বৈঠকে বলতে পারতেন। কিন্তু সংবাদমাধ্যমের সামনে বলে তিনি দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন।

RELATED ARTICLES

Most Popular