Homeএখন খবর৬২বছরের পুরোহিতের যৌন নির্যাতনের শিকার ৯ বছরের বালিকা, ঘাটালে গ্রেপ্তার বৃদ্ধ

৬২বছরের পুরোহিতের যৌন নির্যাতনের শিকার ৯ বছরের বালিকা, ঘাটালে গ্রেপ্তার বৃদ্ধ

                 
নিজস্ব সংবাদদাতা: ছেলে মেয়ে দুজনেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বাড়িতে বর্তমান স্ত্রী এমনই এক ৬২বছরের বৃদ্ধর যৌন লালসার শিকার হল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। দিনের পর দিন  ওই শিশুকন্যা ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে বৃদ্ধ পুরোহিতকে গ্রেফতার করল পুলিশ।  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার দাদপুর গ্রামে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে , নির্যাতিতা ওই  নাবালিকার বয়স মাত্র ৯ বছর। দাদপুর গ্রামের ওই নাবালিকা চতুর্থ শ্রেণিতে ওঠার পরেই তাকে পড়াতেন  নিতাই চাঁদ  চক্রবর্তী যিনি ওই  দাদপুর গ্রামেরই বাসিন্দা। চক্রবর্তীর আসল পেশা পুরোহিতের। পাশের গ্রাম গোকুলনগর মন্দিরে পুরোহিতের কাজে নিযুক্ত। পাশাপাশি আশেপাশের গ্রামেও বিভিন্ন বাড়িতে পুজো আচ্চা করে থাকেন ওই বৃদ্ধ। আর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের  গৃহশিক্ষক হিসেবে খুবই খ্যাতিমান ছিলেন। গ্রামের বহু পরিবারই তাঁর কাছেই ছেলে মেয়েদের পাঠাত। আর সেই সুযোগে ওই নাবালিকাকে একাধিক বার যৌন নির্যাতন করতেন বলেই জানা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেষতম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, বৃদ্ধর কাছ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। বাবা-মায়ের সন্দেহ হওয়ায় কারন জিজ্ঞাসা করলে শিশুকন্যা জানায় যে, সবাইকে ছুটি দিয়ে ফাঁকা বাড়িতে তার পোশাক খুলে বৃদ্ধ তাঁর ওপর নির্যাতন চালিয়েছে।
 শিশুটি আরও জানায়, এর আগেও  একাধিকবার এই ঘটনা ঘটে কিন্তু ভয়ে সে কিছু বলতে পারেনি। কারন ওই পুরোহিত তার বাবা মাকে ছুরি দিয়ে খুন করে দেওয়ার হুমকি দিয়েছিল। এরপরই ওই অসুস্থ নাবালিকাকে চিকিৎসক দেখানো হলে চিকিৎসকও শিশুকন্যার শরীরে নির্যাতনের লক্ষন আছে বলে জানায়। এরপরই বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানায় পরিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ পেয়ে প্রথমে গ্রামে সালিশি সভা বসানো হয়। সেখানে ডাকা হয় নিতাই চাঁদকে। নিতাই চাঁদ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন। আর গোটা বিষয়টি মেয়েটির কল্পিত কল্পনা বলে দাবি করে। দু’দিন দু’পক্ষের সংগে আলোচনায় পর পঞ্চায়েতও বিষয়টি থানায় জানানোর কথাই বলে। এরপরই পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে পুরোহিত তথা গৃহশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তাতে যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে। অভিযুক্তকে রবিবার ঘাটাল আদালতে তোলা হবে হলে বিশেষ আদালত ওই বৃদ্ধকে একদিনের জন্য জেল হেফাজতে পাঠান। সোমবার তাকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হবে। 

RELATED ARTICLES

Most Popular