Homeএখন খবরদিনে চুনোপুঁটি রাতে রাঘব বোয়াল! আর.পি.এফ না থাকায় মেদিনীপুর স্টেশন থেকে লুট...

দিনে চুনোপুঁটি রাতে রাঘব বোয়াল! আর.পি.এফ না থাকায় মেদিনীপুর স্টেশন থেকে লুট ওয়াগেন ভর্তি চাল 

নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে মেদিনীপুর স্টেশনে গুদাম থেকে এফসিআইয়ের গুদামে চালের বস্তা নিয়ে যাওয়ার সময় পড়ে যাওয়া চালের জন্য হুড়োহুড়ি দেখা গিয়েছিল। চালের জন্য গুদামের সামনে ভেঙে পড়েছিল বস্তিবাসীদের ভিড়। ৬জন রেলরক্ষীর করোনা পজিটিভ ধরা পড়ায় মেদিনীপুরে স্টেশনে প্রহরারত সমস্ত জওয়ানই বর্তমানে কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় কোতোয়ালি পুলিশ এসে সামাল সেই অবস্থার। রবিবারের সেই হুড়োহুড়ি আর এক মুঠো চাল সংগ্রহের আর্তিকে কটাক্ষ করেছিলেন অনেকেই। বস্তির বাসিন্দারা চোরই হয়, এমনও উক্তি শোনা গেছে কিন্তু রবিবার রাতে যা হল তা আরও মারাত্মক। রীতিমত ওয়াগন ভেঙে চালের বস্তা লোপাট করে দিল স্থানীয় মাফিয়াদের দল। যদিও ঠিক কত বস্তা চাল লুট হয়েছে তা এখনও অনুমান করা যায়নি তবে ভোর হয়ে যাওয়ায় কয়েকটি বস্তা মাফিয়ার দল সরাতে না পারায় তা উদ্ধার করে পুলিশ।

সোমবার ভোরে মেদিনীপুর স্টেশনের চালের রেক থেকে পৌনে দু’ কিলোমিটার দুরে রাঙামাটির খেলার মাঠের পশ্চিমে পোদ্দার বাগানের ঝোপ থেকে স্থানীয় মানুষের সাহায্যে ডজন খানেক চালের বস্তা উদ্ধার হয় বলে জানা যায়।
সোমবার ভোর পাঁচটা নাগাদ পোদ্দার লোকালয় বেষ্টিত এলাকার গলি রাস্তা ও ঝোপের মধ্যেই চালের বস্তাগুলি পাওয়া যায়। স্টেশন চত্বর থেকে গাড়িতে করে বড় রাস্তায় পোদ্দার বাগানের মুখে রিকশাভ্যানে চালের কিছু বস্তা সরানোর পর ভোরের আলো ফুটে যাওয়ায় বেকায়দায় পড়ে যায় মাফিয়ার দল। প্রাতঃভ্রমণে আসা মানুষ বস্তাগুলি দেখতে পেয়েই হৈ চৈ শুরু করে দিলে মাফিয়ার দল পালালেও রিকশা সমেত এক ব্যক্তি আটক হয়।

প্রাতঃভ্রমনে স্থানীয় কয়েকজন জানান, আমরা দেখতে পাই, ঝোপ থেকে চালের রস্তা টেনে টেনে রিকসায় তুলছে জনা চারেক লোক। এমন লোকদের ঘরের দুয়ারে এত ভোরে চালের বস্তা কি করে এলো, কারা এই চালের বস্তা ঝোপ থেকে বের করছে, জানতে চাইতেই এক জন বাদে সবাই ছুটে পালায়। আটক পড়া যুবক গোপাল সিং যার বাড়ী ঐ রাঙামাটি এলাকার ঝর্না ডাঙ্গাতে। খবর যায় কোতোয়ালি থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে। আটক গোপালকে পুলিশ তুলে নিয়ে যায় থানায়।
জানা গত চারদিন টানা এমন চাল লুট চলছে। কোনও রক্ষী না থাকায় লরির গুলির আড়ালে রেক ভাঙা হয়।

স্থানীয়দের অনুমান মাফিয়াদের আড়ালে রয়েছে কিছু ভদ্র বেশি চোরাকারবারি ও স্থানীয় জমির দালালের দল। নিশ্চিত ভাবেই গত চারদিনে ওই চাল উঠেছে রাঙামাটির কিছু কিছু বাড়িতে এমনটাই ধারনা স্থানীয় মানুষদের। গরীব মানুষের জন্য বরাদ্দ চাল কারা লুট করেছে পুলিশকে তা খতিয়ে দেখার অনুরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। ‘আমরা অনুমান করতে পারি এই কাজ কারা করতে পারে। কিন্তু বলতে পারবনা কারন এদের হাত অনেক দুর অবধি পৌঁছায়। দেখবেন ত্রাণের জন্য দু’একবস্তা কোথাও দান করে দানবীর হয়ে বসবে। পুলিশের কাছে অনুরোধ তারাই খুঁজে বের করে শাস্তি দিক এদের।” বলেছেন স্থানীয় মানুষরা।

RELATED ARTICLES

Most Popular