Homeএখন খবরমেদিনীপুর শহরেও জাঁকিয়ে বসছে করোনা, এবার সংক্রমন বল্লভপুরে! আক্রান্ত সকন্যা অবসরপ্রাপ্ত বায়ুসেনা...

মেদিনীপুর শহরেও জাঁকিয়ে বসছে করোনা, এবার সংক্রমন বল্লভপুরে! আক্রান্ত সকন্যা অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী

নিজস্ব সংবাদদাতা: শুরুতে তোলপাড় ফেলে মেদিনীপুর শহরে স্থিমিত হয়েছিল করোনার প্রভাব কিন্তু ফের ধিরে ধিরে শহর গ্রাস করতে চলেছে করোনা দস্যু। গত সপ্তাহে শহরের বটতলাচক এলাকায় এক মহিলা আক্রান্ত হওয়ার পরে পরেই সার্কিট হাউস এলাকায় এক প্রখ্যাত চিকিৎসকের সন্তান করোনা আক্রান্ত হয়েছিলেন। ওই দুটি এলাকায় কন্টেনমেন্ট জোনের মেয়াদ শেষ হওয়ার আগেই ফের করোনা থাবা বসাল মেদিনীপুর শহরে। এবার আক্রান্ত হলেন ভারতীয় বায়ুসেনার এক ৫৭ বছরের অবসরপ্রাপ্ত এক কর্মী এবং তাঁর ২০ বছর বয়সী কন্যাও।

জানা গেছে বায়ুসেনা থেকে অবসর গ্রহনের পর মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকার রাজীবনগরে বাড়ি বানিয়ে বসবাস করতেন ওই ব্যক্তি। কয়েকদিন আগেই তাঁর ও কন্যার জ্বর, গলা ব্যথার উপসর্গ দেখা দিলে তাঁরা ক্লাইকুন্ডার বায়ুসেনা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসেন। চাকুরির সুবিধা ও শর্ত অনুযায়ী এই সুবিধা তাঁরা পেয়ে থাকেন। জ্বরের মাত্রা বেশি থাকায় বায়ুসেনার চিকিৎসকরা তাঁদের কলাইকুন্ডার হাসপাতালে ভর্তি করে নেন।

১৮তারিখ তাঁদের লালা রস সংগ্ৰহ করা হয় ওই হাসপাতালেই। ১৯ তারিখ রবিবার দুজনেরই করোনা পজিটিভ ধরা পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরোলজি ল্যাবে। আপাতত দুজনেই কলাইকুন্ডা বায়ুসেনার হাসপাতালেই রয়েছেন। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে মেদিনীপুর শহরে বসবাস করেন এমন অন্তত ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বর্তমান ঘটনা ছাড়াও বাদ বাকি জায়গা গুলি হল স্টেশন চত্বর, সুভাসনগর, সিপাহীবাজার, এসবিএসটিসি বাস ডিপো, বটতলা চক, সার্কিটহাউস সংলগ্ন এলাকা।

এছাড়াও মেদিনীপুর মেডিক্যাল কলেজ বা অন্য নার্সিং হোমে ভর্তি হয়ে যাঁরা পরবর্তী কালে কলকাতায় বা অন্য কোথাও পজিটিভ হয়েছেন সেই ঘটনা এই হিসাবের বাইরে।
এটা ঠিকই যে তুলনামূলক হিসাবে মেদিনীপুর শহরে আক্রান্তের সংখ্যা কম কিন্তু এটাও ঘটনা যে অবিরত বিনা প্রয়োজনেই বাইরে বেরুনোর যে প্রবনতা লকডাউন শিথিল হওয়ার পর শুরু হয়েছে এবং পরিমানে কম হলেও শহরের বিভিন্ন প্রান্তে যে সন্ক্রমন দেখা দিচ্ছে তাতে করে সচেতন না হলে আক্রান্ত হওয়ার পরিমান বাড়বে।

সোমবার সকালেই বল্লভপুরের রাজীবনগর এলাকা ঘিরে দিয়ে কন্টেনমেন্ট জোন ঘোষনা করে দিয়েছে কোতোয়ালি পুলিশ। এলাকায় স্যানিটাইজেশনের কাজও শুরু করা হয়েছে ।পুলিশের তরফে মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular