Homeএখন খবরআজই চোখের জলে বিদায় 'বাহাদুর'কে, ইতিহাসের পথে মিগ-২৭

আজই চোখের জলে বিদায় ‘বাহাদুর’কে, ইতিহাসের পথে মিগ-২৭

শেষ উড়ান 

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সেনার যোধপুর ঘাঁটিতে সাজ সাজ রব ছিল এদিন । শুক্রবার শেষ বারের মত ভারতীয় বায়ুসেনার এয়ারবেস থেকে শেষবারের জন্য সকাল ন’টা নাগাদ উড়ে গেল  ‘বাহাদুর’। আর তার সংগেই শেষ হয়ে গেল ভারতীয় বায়ুসেনার আর এক গৌরবজনক অধ্যায়ের অংশ। গত চার দশক ধরে ভারতীয় বায়ুসেনার অবিচ্ছেদ্য অংশ হিসাবে কাজ করে আসার পর শুক্রবারই পাকাপাকি বিদায় নিল মিগ-২৭।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আটের দশকের শেষ দিকে ভারতীয় বায়ুসেনায় যোগ দেয় মিগ-২৭ যুদ্ধ বিমান। সোভিয়েত জমানার এই যুদ্ধ বিমান আকাশ থেকে মাটিতে নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে সক্ষম ছিল। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতেও দক্ষ ছিল ভারতীয় বায়ুসেনার এই মিগ-২৭ যুদ্ধ বিমান। ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া কোনও শত্রু বিমান চিহ্নিত করা ও তাকে আঘাত করার কাজও দক্ষতার সাথে করতে পারত বীর ‘বাহাদুর’। যদিও সময়ের সাথে সাথে এবার সেই ‘বাহাদুর’ কেও অবসর নিতে হল।

অপারেশন পরাক্রম 

কার্গিল যুদ্ধ যা ‘অপারেশন পরাক্রম’ নামেই পরিচিত যা ভারতের সাফল্যের পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল এই মিগ ২৭ যুদ্ধ বিমানের। ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর ১৯৯৯ এর কার্গিল যুদ্ধের সময় শত্রু ঘাঁটি নিকেশ করার কাজে অন্যতম সহায়ক ছিল ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধ বিমান।এছাড়া দেশের হয়ে নানা অভিযানে অংশ নিয়ে সাফল্য কুড়িয়ে এনেছে এই মিগ ২৭ বিমান। বায়ুসেনার পাইলটদের কাছে মিগ-২৭ শুধু যুদ্ধ বিমান নয় এটা তাদের অন্যতম পছন্দের ‘বাহাদুর’। যাকে নিয়ে তাদের গর্বের ও ভালোবাসার শেষ নেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটা সময় দেশকে সাফল্য এনে দেওয়া মিগ ২৭ যুদ্ধ বিমানের ব্যবহার অবশ্য অনেক কমেছে বর্তমানে। ভারতীয় বায়ুসেনা আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ব্যবহার করছে তাদের জন্য। ‘বাহাদুর’ পাইলটদের অনেকেই জানাচ্ছেন কোনও দেশেই এখন আর সে অর্থে মিগ ২৭ এর ব্যবহার নেই। তাই সাফল্যের কর্মজীবনের শেষে যোধপুর থেকে অবসর নিল  তাদের ‘বাহাদুর’।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘন্টায় ১৮০০কিলোমিটার বেগে ছোটা ১৭মিটার লম্বা এই দুর্দান্ত মিগ-২৭ বাহাদুরের যাত্রা শুরু  হয়েছিল ১৯৭০ সালের ২০ডিসেম্বর। আর ভারতে এসেছিল ১৯৮৫ সালে। তারপর থেকেই ছুটে চলেছিল সে। মাঝখানে অবশ্য ভারতীয় প্রযুক্তির ব্যবহার করে উন্নিত করা হয় বিমানগুলিকে। শেষের দিকের বেশ কিছু দুর্ঘটনাও ঘটতে থাকার কারনে মিগ-২৭ য়ের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। অবশেষে আজ পাকাপাকি বিদায় ‘অপারেশন পরাক্রম’ বিজয়ীর।
                  ছবি সৌজন্য-এজেন্সি 

RELATED ARTICLES

Most Popular