ওয়েব ডেস্ক : দীর্ঘ জল্পনার পর অবশেষে আগামী ১৩ সেপ্টেম্বর নিট এর পরীক্ষা। সে অনুযায়ী পরীক্ষার্থীদের সুবিধার্থে ওইদিন মেট্রো চালানোর জন্য শুক্রবারই মেট্রো কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন রাজ্য সরকার৷ এবার রাজ্যের আবেদনে সাড়া দিল মেট্রো কর্তৃপক্ষ। এদিন মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার দিন মেট্রোর তরফে পরীক্ষার্থীদের সুবিধার্থে চালানো হবে মেট্রো।
এবিষয়ে শুক্রবার রাজ্যের সাথে দ্বিতীয় দফার বৈঠকের পর মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু আগামী ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা রয়েছে, সেকারণে রাজ্যের আবেদন মেনে শুধুমাত্র ওই দিনের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত পরীক্ষার্থীদের পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। সেই সাথে মেট্রোর তরফে জানানো হয়েছে, এইদিন মোট ৩৩ জোড়া মেট্রো চালানো যাবে। পাশাপাশি জানানো হয়েছে, যাত্রীরা স্মার্টকার্ড ব্যবহার করে মেট্রোয় চড়তে পারবেন। তবে যদি স্মার্টকার্ড না থাকে, তবে সেক্ষেত্রে স্টেশনে মিলবে কাগজের টিকিট। সেই টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট নিয়মবিধি মেনে প্রবেশ করা যাবে।
জানা গিয়েছে, শুক্রবারই মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তাতে রাজ্যের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, ভিড় সামলানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ চাইলে ই-পাস চালু করতে পারেন। রাজ্যের এই পরামর্শ যথেষ্ট যুক্তিযুক্ত বলেই মেট্রোর তরফে মনে করা হচ্ছে। সেকারণেই এদিন রাজ্যের সেই পরামর্শও গ্রাহ্য করেছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে মেট্রোয় চড়ার আগে মোবাইলের অ্যাপে বা ওয়েবসাইট থেকে আগে জোগাড় করতে হবে ই-পাস। QR কোডের আকারে এই ই-পাস মিলবে। মেট্রোয় উঠতে গেলে সেই কোড থাকা বাধ্যতামূলক।