Homeএখন খবরপুলিশকে ফাঁকি দিয়েও ফাঁকি দেওয়া গেলনা সমুদ্রকে! দিঘার উত্তাল সমুদ্রে স্নানে নেমে...

পুলিশকে ফাঁকি দিয়েও ফাঁকি দেওয়া গেলনা সমুদ্রকে! দিঘার উত্তাল সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত ২

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। জরুরি এবং উপযুক্ত কাজ ছাড়া কাজ ছাড়া যাতায়াতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সেরকমই জরুরি প্রয়োজন দেখিয়ে পাশ যোগাড় করেছিলেন কিন্তু আদতে তাঁরা বেড়াতে বেরিয়েছিলেন। আর বেরিয়েই চলে এসেছিলেন দিঘায়। যদিও পুলিশকে ফাঁকি দেওয়া গেলেও ফাঁকি দেওয়া গেলনা সমুদ্রকে। জীবন দিয়েই সেই ফাঁকিবাজির মূল্য চোকাতে হল দুই ব্যক্তিকে। আর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সঙ্গি আরও ২ যুবক। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ওল্ড দিঘার সি-হক ঘোলা ঘাটে।

দিঘা মোহনার কোস্টাল থানা পুলিশের সূত্রে জানা গেছে, মৃতদের নাম নূর মহম্মদ মিদ্দা (৪৯) এবং মইদুল নস্কর (৩৮)। হাওড়ার লিলুয়া থানার জগদীশপুর এলাকার বাসিন্দা তাঁরা। লকডাউনের মধ্যে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করার জন্য হাওড়া পুলিশ কমিশনারেটের জরুরি ছাড়পত্র নিয়ে দুটি বাইকে করে ওই ৪ ব্যক্তি চলে আসেন দিঘায়।মঙ্গলবার দুপুরের দিকে দিঘায় এসে ওই ৪ জন ওল্ড দিঘার একটি হোটেল ভাড়া করেন।

হোটেলে খাওয়াদাওয়ার পর দুপুর আড়াইটা নাগাদ সি-হক ঘোলাতে যান সমুদ্রে নামেন স্নানের জন্য। ঘূর্ণিঝড় যশের পর থেকেই সমুদ্রের উত্তাল ভাবটা রয়ে গেছে। তাছাড়া ওই সময় জোয়ার থাকায় ত সমুদ্র বেশ ভালই উত্তাল ছিল। স্বাভাবিক ভাবেই কর্তব্যরত নুলিয়ারা তাঁদের নিষেধ করেন সমুদ্রে নামতে। যদিও নুলিয়াদের অভিযোগ, ওই জায়গা থেকে সরে গিয়ে বেশ কিছুটা দুরে নুলিয়াদের নজর এড়িয়ে স্নানে নামেন ওই ৪ ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় কোমর জলে নেমেই স্নান করার পাশাপাশি নিজেদের মধ্যে মজা করছিলেন ওই ৪জন। এমন সময় একটি বড় ঢেউ আছড়ে পড়ে তাঁদের ওপর। তার অভিঘাত কাটিয়ে ওঠার আগেই আরও একটা ঢেউ আছড়ে পড়ে। আগের ঢেউরের ফিরতি স্রোত আর পরের ঢেউয়ের আছড়ে পড়া জলের মধ্যে সৃষ্ট ঘূর্ণনে রোল হয়ে ভেসে যান চারজনই।

কয়েকজন প্রত্যক্ষদর্শীদের শোরগোল শুনতে পেয়ে বিষয়টি দেখতে পান নুলিয়ারা। তাঁরা সেই জায়গায় ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েন সমুদ্রে। কিছুক্ষনের চেষ্টায় ৪জনকে উদ্ধার করা সম্ভব হলেও তখুনি ২জনের অবস্থা সঙ্কট হয়ে পড়েছে। ৪ জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া দিঘা হাসপাতালে। সেখানে নূর ও মইদুলকে মৃত বলে জানান চিকিৎসকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সমুদ্রেই মৃত্যু হয়েছিল ওই দুজনের। সমুদ্রে নামার আগে চারজন খাবারের সাথে মদ্যপান করেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular