শিলিগুড়ি, ৩১ জানুয়ারি: সোমবার থেকে শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত উত্তরবঙ্গ উৎসব। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই উৎসবের সূচনা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোরকদমে চলছে প্রস্তুতি। রবিবার সকাল থেকেই বাঘাযতীন পার্কে পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং প্রশাসনিক আধিকারিকদের আনাগোনা দেখা গেল।
২০২১এর এই উত্তরবঙ্গ উৎসব রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপুর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। তাই বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রস্তুতিপর্বে। অন্যদিকে স্বাস্থ্যবিধির মান্যতা ও সবার নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখছেন কর্তৃপক্ষ। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। রাজনৈতিক মহলেও বিশেষ গুরুত্বপূর্ণ এই উৎসব। রাজ্যবাসীর সামগ্রিক উন্নয়ন তথা সংস্কৃতি, সবই এই উৎসবে তুলে ধরা হবে।
২০১১ সালে মুখ্যমন্ত্রীর হাত দিয়েই উত্তরবঙ্গ উৎসবের সূচনা হয়। শীতের আমেজে এই উৎসবে ভিড় জমে শিলিগুড়িবাসী সহ অন্যান্য এলাকার লোকের। এ বছর ১০তম বর্ষ। প্রতি বছর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেছেন। ২০২১ এর উত্তরবঙ্গ উৎসবও তিনি উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। উদ্বোধনি অনুষ্ঠানে শেষ প্রস্তুতি চলছে। স্থানীয় যে সমস্ত নৃত্য শিল্পীরা উৎসবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নৃত্য পরিবেশন করবেন, তাঁরাও এদিন শেষ মুহূর্তের মহরা দিতে ব্যস্ত।