নিজস্ব সংবাদদাতা: ঘন্টা প্রায় বেজেই গেছে বিধানসভার। ২০২১ বিধানসভায় ব্যাটিং করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। ঝড়ো ইনিংসে বড় রান তুলতে হবে কারন ২০১৮লোকসভা বা সেমিফাইনালের ফল ভালো হয়নি তাই ঠুঁকে খেলার বদলে এবার হাঁকিয়ে খেলার নির্দেশ প্রশাসনকে। প্রতি বলে ছয় আনার লক্ষ্যে এবার ‘দুয়ারে সরকার’ বদলে পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি’র শুরু করতে চলেছে তৃণমূল সরকার। সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় এমনই কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী।
মূখ্যমন্ত্রী জানিয়েছেন, পৃথক একটি টাস্ক ফোর্স গঠন করে পাড়ার ছোটখাটো সমস্যা সমাধানের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। যার আওতায় থাকবে এলাকার ক্ষুদ্র প্রকল্পগুলি। জানা গেছে রাস্তাঘাট, জল নিকাশি, পানীয়জল, বিদ্যুৎস্তম্ভ
ইত্যাদি বিষয়গুলির ওপর জোর দেওয়া হচ্ছে। এই টাস্কফোর্স গঠন করা হয়েও গেছে। ২ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি অবধি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পাড়ায় পাড়ায় আলাদা ভাবে গঠিত টাস্কফোর্স সমস্যা গুলি নির্বাচন করে তার সমাধান করার চেষ্টা করবে।
সরকারের দাবি ‘দুয়ারে সরকার’ কর্মসূচি গোটা রাজ্যে বেশ সাফল্য পেয়েছে। আর এরপরেই এই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি’র শুরু করল রাজ্য সরকার। পাড়ার ছোটখাটো উন্নয়ন প্রকল্প যা কিনা অনেক সময় অবহেলিত হওয়ার ফলে মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয় সেই ক্ষোভ প্রশমনের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে যা ভোটের আগে সরকারকে ভাল ডিভিডেন্ড দিতে পারবে।
সোমবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে কর্মরতদেরকেও উৎসাহ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ ‘দুয়ারে সরকার’ এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি সফল করতেও প্রস্তুত রাজ্য সরকার। ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দুয়ারে সরকারে’ কাউকে ফেরানো যাবে না। উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প।
মূখ্যমন্ত্রী জাতি শংসাপত্র নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করে বলেছেন পরিবারের কোনও একজনের এই সার্টিফিকেট থাকলেই সার্টিফিকেট দিতে হবে আবেদনকারীকে। যাতে প্রাপক কোনোভাবেই বঞ্চিত না হয় সে ব্যাপারে উদ্যোগী হতে হবে। উল্লেখ্য মূখ্যমন্ত্রী এই সফরের মধ্যেই রয়েছে বোলপুর শহরে র্যালিতে অংশ নেওয়া। ক’দিন আগেই এই শহরে এসে র্যালিতে অংশ নিয়ে ঝড় তুলে দিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই জবাবে ওই একই যাত্রা পথে একটি বিশাল র্যালির আয়োজন করেছে তৃনমূল কংগ্রেস।