Homeরাজ্যউত্তরবঙ্গভরদুপুরে টোটোয় ভয়ঙ্কর বিস্ফোরণ মালদায়, ছিন্নভিন্ন হয়ে গেল টোটো চালকের দেহ

ভরদুপুরে টোটোয় ভয়ঙ্কর বিস্ফোরণ মালদায়, ছিন্নভিন্ন হয়ে গেল টোটো চালকের দেহ

ওয়েব ডেস্ক : চলতে চলতে আচমকা ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠলো একটি টোটো। শব্দের তীব্রতা এতটাই যে কেঁপে উঠল গোটা এলাকা। এমনকি ভেঙে গিয়েছে আশে পাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচ। বিস্ফোরণে জেরে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে টোটোর চালকের দেহ। মাথা সহ দেহের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। মাথার খুলি উড়ে গিয়ে পড়ে রাস্তার ধারের একটি বাড়ির চালে। হাত, পা ও টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রাস্তার বিভিন্ন জায়গায়। এর জেরে মৃত চালকের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে এমন রোমহর্ষক বিস্ফোরণটি ঘটে মালদহ শহরের ঘোড়াপীর এলাকায়।

বাগবাড়ি স্ট্যান্ডের কাছে রাজ্য সড়কের উপরেই টোটোটিতে বিরাট আওয়াজের বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় চারিদিক। সাধারণ মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন। প্রাথমিক অভিঘাত কাটিয়ে সকলে বুঝতে পারেন, বিস্ফোরণ হয়েছে টোটোতে। পুলিশ এসে দেখে, টোটো চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে রাস্তায়। মাথার খুলি রাস্তার ধারের একটি বাড়ির চাল থেকে ঝুলে রয়েছে।

এদিকে ভয়ঙ্কর বিস্ফোরণের খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ এবং সিআইডির বম্ব স্কোয়াডের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম অবস্থায় মনে করা হয় টোটোর ব‍্যাটারি ফেটেই এমন ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটেছে। কিন্তু পরবর্তী সময়ে স্থানীয়দের কাছ থেকে বিস্ফোরণের তীব্রতা শুনে সে সন্দেহ উড়েছে৷ এবিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু ফাইবার -কাঠের দরজা এবং কাঠমিস্ত্রিদের ব্যবহার্য কিছু জিনিস নিয়ে টোটোটি মালদহ শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে বাগবাড়ি স্ট্যান্ড থেকে মাত্র প্রায় ত্রিশ মিটার দূরে রাজ্য সড়কে বিস্ফোরণটি ঘটে। গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে পালানো শুরু করেন সাধারণ মানুষজন।

ঘটনার কথা জানতে পেরে তদন্তকারীদের মনে প্রশ্ন জাগে, তবে কী কাঠের সামগ্রীর আড়ালে টোটোটি করে বোমা কিংবা বোমা তৈরীর সরঞ্জাম পাচার করছিল কোনো চক্র? তাদের জন্যই বলি হতে হল ওই টোটো চালককে। যদিও এবিষয়ে এখনো পর্যন্ত কিছুই পরিষ্কার করে জানাতে পারেননি তদন্তকারী পুলিশ কর্তারা।

এবিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, “অনেকেই বলছেন, টোটোর ব্যাটারি গরম হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। যদি ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটত, তাহলে তার তীব্রতা এতটা হত না। ওই টোটোতে কী ধরনের পদার্থ মজুত ছিল, তা অবশ্য সিআইডির টিম তদন্ত করে দেখছে‌।” পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা তদন্ত না করে কিছু বলা যাবে না। একজনের মৃত্যুর খবর পেয়েছি। তাঁর পরিচয় জানা যায়নি।”

RELATED ARTICLES

Most Popular