নিজস্ব সংবাদদাতা: লকডাউনের বিপন্ন মানুষের চেয়েও বিপন্নতর সেই সব অবলা প্রানীর দল যারা মানুষের ওপর নির্ভরশীল। একের পর এক বন্ধ হয়ে থাকা হোটেল রেস্তোরাঁ অযাচিত ক্ষুদার দিকে ঠেলে দিয়েছে পথ কুকুরদের। মানু্ষের ঘরেও খাবারের সংকট তাই উদ্বৃত্ত খাবারে আজ আর পেট ভরেনা সারমেয় দলের। মানু্ষের কাছে থাকা এই পাশে এবার তাই দাঁড়িয়েছে ভেট-নাইনটি সিক্স (VET-96)। ভেট-নাইনটি সিক্স আদতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। নদীয়ার মোহনপুরে বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা বিজ্ঞান শাখা এবং বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রানী বিশ্ব বিদ্যালয় ও মৎস বিজ্ঞান (West Bengal University of Animal & Fishery Sciences )থেকে ১৯৯৬ সালে স্নাতক হওয়ার পর যে সমস্ত প্রাণীচিকিৎসকদের দল ছড়িয়ে পড়েছিল কেউবা উচ্চতর গবেষনায় রাজ্যের বাইরে, কেউবা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণিসম্পদকে রক্ষা করার তাগিদে তাঁরাই কয়েক বছর আগে তৈরি হয় VET 96 নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি। প্রাথমিক উদ্দেশ্য ছিল সামাজিক মিলনোৎসব দিয়ে শুরু করে নিজেদের ব্যস্ত কর্মজীবনের বাইরেও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া। সেই তাগিদ থেকেই এই বিপন্ন সময়ে বিপন্নতর প্রানীদের রক্ষার দায়িত্বকে হাসি মুখেই গ্রহন করছে দলটি।
এরই মধ্যে চলে এসেছিল বিশ্ব প্রানী চিকিৎসক দিবস (World Veterinary Day, 2020।) যার থিম ছিল বিশ্বের মানবজাতি ও প্রাণীকুল কে রক্ষা করার জন্যই পরিবেশকে রক্ষা কর। ২৫এপ্রিল সেই দিনটিকে উদযাপন করতে গিয়ে VET 96 এর পক্ষ থেকে ‘চন্দননগর প্রয়াস সোসাইটির’ কর্ণধার শ্রী প্রীতম দাসের হাতে পথ কুকুরদের খাওয়ানোর জন্য খাদ্যসামগ্রী ও পথ্য তুলে দেওয়া হয়।
চন্দননগর প্রয়াস সোসাইটি ও পরিযায়ীর মিলিত প্রচেষ্টায় এবং VET 96 এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে চন্দননগরের পালিকাবাজার, বৌবাজার, কে.এম.ডি.এ পার্ক, নিউদিঘা ও ছুটি পার্ক এবং চন্দননগর স্টেশনে, চন্দননগর দিল্লীরোড সংলগ্ন বন্ধ হোটেল,ধাবা ও রেস্টুরেন্টের সামনে থাকা সকল পথকুকুরদেরকে খাবার খাওয়ানো হয়।
এছাড়াও উত্তর চন্দননগরের বিভিন্ন অঞ্চলে ও সুরেরপুকুর থেকে চুঁচুড়াস্টেশন পর্যন্ত পথকুকুরদের দুপুরের আহার দেওয়া হয়। এদিন সবমিলিয়ে প্রায় ৪০০ টি পথকুকুরের আহারের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই উপ অধিকর্তা, প্রাণীসম্পদ বিকাশ বিভাগ, হুগলীর উদ্যোগে মাননীয় জেলাশাসক ৫৫০ কেজি চাল পথকুকুরদের খাওয়ানোর জন্য বরাদ্দ করেছেন।জেলা শাসকের এই উদ্যোগকে কৃতজ্ঞতা জানিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা ।
VET 96 এর পক্ষ থেকে তিনজন প্রাণী চিকিৎসক ডাঃ দেবজ্যোতি ঘোষ, ডাঃ পবন ত্রিপাঠী ও ডাঃ চিন্ময় ভট্টাচার্য উপস্থিত থেকে এই সংকটময় মুহূর্তে পথকুকুরদের ক্ষুন্নিবৃত্তি নিবারণে সকল পরিবারকে বাড়ির বাইরে নিজেদের অতিরিক্ত খাবার একটি পাত্রে রাখার আহ্বান জানান। ডাঃ দেবজ্যোতি ঘোষ বলেন, ”লকডাউনের ফলে দূষন কম হওয়ার কারণে নানান পাখির দল মানু্ষের বসতির কাছাকাছি চলে আসছে, তাদের জন্যও ছাদে বা বারান্দায় জল রাখতে হবে। কারন অপরিচিত এই জায়গায় তাদের জলের অভাব হতে পারে।” VET 96 জানিয়েছে আগামী দিনেও এই ধরনের নানাবিধ কাজ চালিয়ে যাবেন তাঁরা।