Homeজাতীয়উত্তর প্রদেশপরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য কংগ্রেসের পাঠানো হাজার বাস আটকে টালবাহানার অভিযোগ...

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য কংগ্রেসের পাঠানো হাজার বাস আটকে টালবাহানার অভিযোগ যোগীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:পরিযায়ী শ্রমিকদের বাস নিয়ে রাজনীতির অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করল কংগ্রেস। রাত ২টো নাগাদ ট্যুইট করে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

উল্লেখ্য হেঁটে ও বিভিন্ন ভাবে বাড়ি ফিরতে গিয়ে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের। সে কারনেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উত্তরপ্রদেশে ১০০০ টি বাস চালানোর আর্জি জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সেই আর্জি মেনে নিয়েছিল যোগী আদিত্যনাথ সরকার। বাস ও বাসচালকদের সবিস্তার তথ্য দিয়ে কংগ্রেস অফিসে চিঠি লিখে পাঠানো হয়।
এরপর সোমবার গভীর রাতে প্রিয়াঙ্কাকে চিঠি পাঠান উত্তরপ্রদেশ সরকারের শীর্ষ এক আধিকারিক। তাতে লেখা হয়, কংগ্রেস যে ১০০০ বাস সীমানায় দাঁড় করিয়ে রেখেছে, সেগুলি ফিটনেস সার্টিফিকেট ও চালকদের লাইসেন্স-সহ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যেন লখনউতে পৌঁছে যায়। এতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস। রাত ২.১০-এই ট্যুইট করেন প্রিয়াঙ্কা।

এদিকে যোগী সরকারের আধিকারিক সন্দীপ সিং-এর চিঠির জবাবে সনিয়া-কন্যা বলেন, সরকারের পদক্ষেপ সম্পূর্ণরূপে রাজনীতি দ্বারা প্রভাবিত। রাজ্যের সীমানা থেকে খালি বাসগুলিকে লখনউ নিয়ে গিয় আনুষ্ঠানিকভাবে সরকারের হাতে তুলে দেওয়ার কী যুক্তি রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেসের ক্ষমতাসীন রাজস্থান থেকে বাসগুলিকে উত্তরপ্রদেশের সীমানায় আনিয়েছে কংগ্রেস।

১৬ মে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এই আর্জি জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক বোঝাই ট্রাকে ট্রেলারের ধাক্কায় ২৪ জন শ্রমিকের মৃত্যু ও ৩৬ জন শ্রমিকের জখম হওয়ার ঘটনার পর টুইটে ভিডিয়ো মেসেজ করে এই আবেদন জানান প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা বলেন, ‘শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ এটা রাজনীতির সময় নয়। সীমানায় আমাদের বাস দাঁড়িয়ে আছে। পরিযায়ীরা জল ও খাবার না-পেয়ে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে হেঁটে তাঁদের বাড়ি ফিরছেন। তাঁদের সাহায্য করুন। আমাদের বাসগুলিকে অনুমতি দিন।’

যোগীর সরকার অনুমতি দেওয়ার পরই পরিযায়ীদের তালিকা তৈরি করতে নির্দেশ দেন। আর দাবি করেন, পরিযায়ীদের বাড়ি ফেরাতে সরকার ১২,০০০ বাসের ব্যবস্থা করেছে। কিন্তু বাসের পারমিট আর ফিটনেস দেখার নাম করে বাসগুলিকে আটকে রাখার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের।

RELATED ARTICLES

Most Popular