নিজস্ব সংবাদদাতা: ফের লেপার্ডের মৃত্যু উত্তরবঙ্গে আর এবারকার মৃত্যুকে ঘিরে যথেষ্টই উদ্বেগে বনদপ্তর। উদ্বেগের প্রধান কারন হল যে এক সঙ্গে দুটি লেপার্ডের মৃতদেহ উদ্ধার এবং জোড়া মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। স্বভাবতই বনদপ্তরের অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে লেপার্ড যুগলের। এখন প্রশ্ন হল স্বাভাবিক কোনও খাদ্য জনিত বিষক্রিয়া নাকি মানু্ষের দ্বারা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে লেপার্ড দুটিকে।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের মাকরাপাড়া চা বাগানের ২৮ নম্বর সেকশন থেকে উদ্ধার হয় ওই জোড়া লেপার্ডের মৃতদেহ। জানা গেছে আনুমানিক পাঁচ বছরের মৃত লেপার্ড দুটির মধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী ছিল। তবে মৃত চিতাবাঘ গুলির দেহে কোনো রকমের আঘাতের চিহ্ন না মেলায় ওই বন্যপ্রাণীদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।প্রাথমিক তদন্তের পর বনদপ্তরের অনুমান সম্ভবত বিষক্রিয়ার কারনে লেপার্ড দুটির মৃত্যু হয়ে থাকতে পারে।জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়ের বাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেছে।জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও মৃদুল জয়শোয়াল জানিয়েছেন ময়নাতদন্তের পরেই ওই জোড়া লেপার্ডের মৃত্যুর কারন স্পষ্ট করে বলা যাবে।
উল্লেখ্য উত্তরবঙ্গ জুড়ে ইদানিং কালে প্রায়শই লেপার্ডের মৃত্যুর ঘটনা ঘটছে। পিটিয়ে মারার পাশাপাশি এক সাথে বেশ কয়েকটি
লেপার্ড শাবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনা অবধি ঘটেছে। বনদপ্তরের আশংকা যে, লোকালয়ের কাছে এসে পড়ার ফলে
লেপার্ডের সঙ্গে মানু্ষের বৈরীতার সম্পর্ক তৈরি হচ্ছে কিনা।