নিউজ ডেস্ক:শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা বায়ুসেনা ছাউনির ভেতরে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক সাফাই কর্মী। জখম ব্যক্তির নাম গোবিন্দ সিংহ (৫১)।বাড়ি তারাবাড়ি এলাকায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বায়ুসেনা ছাউনি সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ছাউনির ভেতরে আগাছা পরিষ্কার করছিলেন গোবিন্দবাবু। সেই সময় একটি চিতাবাঘ আচমকাই তাঁর ওপর হামলা চালায়। ঘটনায় তিনি গুরুতর জখম হন। এরপর গোবিন্দবাবুর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতাল সূত্রে খবর আহত শ্রমিকের গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই বায়ুসেনা ছাউনি কর্তৃপক্ষের তরফে বন দপ্তরে খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কার্শিয়াং বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণ জানান, বৃহস্পতিবার সকালে বাগডোগরা সেনাছাউনিতে চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে এক শ্রমিক। ঘটনার পর বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের খোঁজ চালাচ্ছে। তবে গভীর জঙ্গল হওয়ার কারণে বাঘটিকে খুঁজতে সময় লাগছে।
অন্যদিকে পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী বলেন, ইদানিং শহর এলাকা কিংবা চা বাগান এলাকাগুলিতে এই চিতাবাঘের হামলার ঘটনা ঘটছে। এর মূল কারণ এখন চিতাবাঘ কুকুর ও গবাদি পশুর লোভেই লোকালয় আসছে। তবে বনদপ্তরের উচিত অবিলম্বে চিতা নিয়ে একটি শুমারি করা। তবেই পরিষ্কার হবে চিতা বাঘের সংখ্যা কতটা বেড়েছে।
শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা জুড়ে মাঝেমধ্যেই চিতা বাঘের হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি কিছুদিন আগে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নং ওয়ার্ডে একটি বাড়িতে চিতা বাঘ লোকালয়ে হামলা চালিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে।