Homeএখন খবরঅস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ অসম্পূর্ণ রেখে মাঝপথেই দেশে ফিরছেন বিরাট!

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ অসম্পূর্ণ রেখে মাঝপথেই দেশে ফিরছেন বিরাট!

নিউজ ডেস্ক: আইপিএল শেষ হল, আর আইপিএল
শেষ হতেই ভারতীয় ক্রিকেট দল বুধবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আকাশপথে পা বাড়ায়। তাদের দীর্ঘ আড়াই মাসের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাটের দল। তবে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন কোহলি। হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ শে ডিসেম্বর। আর আসছে বছরের জানুয়ারির শুরুতেই মা হতে চলেছেন বিরাট পত্নী তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা।
আর তাই সন্তানসম্ভবা স্ত্রী আনুশকার পাশে থাকতেই বাকি টেস্ট ম্যাচ ছেড়ে দিয়ে দেশে ফিরছেন বিরাট।

আর তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের প্রাক্তন তারকা ও সেই দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। এই সিদ্ধান্তের কারণে বিরাটের প্রতি তার সম্মান আরও বেড়ে গিয়েছে বলেই জানান ল্যাঙ্গার।

শুক্রবার এক ভিডিও কনফারেন্সে জাস্টিন ল্যাঙ্গার বলেন, “নিঃসন্দেহে কোহলি সম্ভবত আমার জীবনে দেখা সেরা খেলোয়াড়। ক্রিকেটের প্রতি তার প্যাশন, তার ফিল্ডিং– সব কিছুতেই তার এতটা প্রাণশক্তি থাকে, আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। তবে তার এমন সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তিনি ক্রিকেটের চেয়ে স্ত্রী-পরিবারকে বেশি মূল্য দিয়েছেন।”

ল্যাঙ্গার আরও বলেন, “বিরাট যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই সঠিক। তিনিও আর সবার মতো মানুষ। এমন পরিস্থিতি আমার খেলোয়াড়দের বেলায় ঘটলে আমিও তাদের একই নির্দেশ দেব। আমি বলব, আগে পরিবার পরে ক্রিকেট। আমি সব সময় বলব– কখনই নিজের সন্তান ভূমিষ্টের সময় দূরে থেকো না। ওই সময়টা স্ত্রীর পাশে থেকো। কারণ তোমার জীবনের সেরা মুহূর্ত সেটি।”

অবশ্য সিরিজের শেষ টেস্টগুলোয় বিরাটের অনুপস্থিতি ভারতীয় দলে একটা প্রভাব ফেলবে বলে মনে করেন এই ল্যাঙ্গার। তবে এতে ভারতীয় দল দুর্বল হয়ে গিয়েছে বলেও ভাবার কিছু নেই বলে জানান ল্যাঙ্গার।

তিনি বলেন, ‘ বিগত কয়েক বছর ধরে ভারতীয় দল বেশ ভালো করছে। তারা শক্তিশালী প্রতিপক্ষ। গত সিরিজে ওরা এখানে আমাদের হারিয়ে গিয়েছে। তাই কোহলি নেই বলে অস্ট্রেলিয়দের এক সেকেন্ডের জন্যও আত্মতুষ্টিতে ভোগা চলবে না।’

প্রসঙ্গত, ৩২ বছর বয়সী বিরাট কোহলি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। তিনি ধোনির অবসর প্রাপ্তির পর ভারতীয় দলের অধিনায়কত্ব পান। এখনও পর্যন্ত তিনি ৮৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন, রানের সংখ্যা ৭২০২। ২০১৭ সালে বলিউড অভিনেত্রী আনুশকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিরাট।

অপর দিকে, ৪৯ বছর বয়সী ল্যাঙ্গার এখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ। অস্ট্রেলিয়ার হয়ে ১০৫টি টেস্ট খেলেছেন ল্যাঙ্গার। টেস্টে ৭৬৯৬ রান রয়েছে তার।

RELATED ARTICLES

Most Popular