Homeখেলাটেনিস ছেড়ে বিনোদন জগতে সানিয়ার অভিষেক

টেনিস ছেড়ে বিনোদন জগতে সানিয়ার অভিষেক

নিউজ ডেস্ক:

এক সময় ঝড় তুলেছেন খেলার মাঠে। ভারতের টেনিস সুন্দরী তথা পাকিস্তানের গৃহবধূর সামনে এখন লাইট, ক্যামেরা,আ্যকশন। খেলার জগত ছেড়ে সোজাসুজি বিনোদনের নতুন দুনিয়া।টেনিস হাতে তাঁকে দেখতেই অভ্যস্ত আমরা। দেশের টেনিসের এক নম্বর তারকা তিনি। তবে এবার নিজের চেনা পরিসরের বাইরে বেরিয়ে রূপালি পর্দায় প্রবেশ করতে চলেছেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা।

ছোট পর্দায় অভিষেক হতে চলেছে সানিয়ার। ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। মূলত টিবি বা যক্ষ্মা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য়ই তার এই রূপালি পর্দায় পা রাখা।নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে এই ওয়েব সিরিজ প্রচার করা হবে। পাঁচটি পর্বে দেখানো হবে এই ওয়েব সিরিজ।

ওয়েব সিরিজে অভিনয় নিয়ে সানিয়া মির্জা বলছেন, ‘আমাদের দেশে (ভারতে) ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের প্রায় অর্ধেকই টিবি রোগে আক্রান্ত। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং রোগ সম্পর্কে চিন্তাধারা বদলাতেই আসছে এই ওয়েব সিরিজ।’

সানিয়া মির্জা বলেন, ‘প্রতিটি সময়ই কেউ না কেউ টিবি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা মহামারীর মধ্যে এই ঝুঁকিটা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে টিবি রোগ নিরাময়ে লড়াই করাটাও বেশ কঠিন। এই বিষয়টাই আমাকে এই ভূমিকায় অভিনয় করতে উদ্বুদ্ধ করেছে। আমার বিশ্বাস, এই চরিত্রে আমার উপস্থিতি টিবি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বড় এবং ইতিবাচক একটি ভূমিকা রাখবে।’

ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু, সদ্য বিবাহিত দম্পতি ভিকি এবং মেঘার জীবনের নানান সমস্যা এবং টানাপোড়েন। করোনার কারণে চলা লকডাউনের ফলে তাদের জীবনেও নানা সমস্যা সামনে এসেছে। করোনার সঙ্গে যক্ষা রোগে আক্রান্তদের অবস্থা আরও খারাপ হয়। দম্পতির চরিত্রে অভিনয় করছেন সৈয়দ রাজা আহমেদ ও প্রিয়া চৌহান। তবে সানিয়া কীভাবে কোন ভূমিকায় অবতীর্ণ হবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

তবে টেনিসের পরিবর্তে রূপালি পর্দায় তার উপস্থিতি দর্শকদের কতটা আকর্ষিত করে তা তো ওয়েব সিরিজ সম্প্রচারনের পরেই জানা যাবে। ততক্ষণ না হয় অপেক্ষা করুন প্রিয় তারকাকে অন্য ভূমিকায় দেখার জন্য।

RELATED ARTICLES

Most Popular