ওয়েব ডেস্ক : হিমাচলের ধরমশালায় এই মূহুর্তে চলছে সইফ আলি খানের ‘ভূত-পুলিশ’ এর শ্যুটিং। ফলে সইফ এর সাতজে দিওয়ালি সেলিব্রেশন করতে দিন দুয়েক আগেই তৈমুরকে নিয়ে হিমাচল প্রদেশে পাড়ি দেন করিনা কাপুর খান। প্রতিনছর এক্সাথেই দীপাবলি কাটান এই সেলিব্রিটি দম্পতি। কিন্তু এবছর শ্যুটিংয়ে ব্যস্ত সইফ। ফলে যাতে সইফকে ছাড়া যাতে দিওয়ালি কাটাতে না হয়, সেকারণে দিন দুয়েক আগেই তৈমুরকে নিয়ে হিমাচলে পাড়ি দেন বেবো।
করিনা এবং তৈমুর ধরমশালায় পৌঁছনোর পর, পরিবারের সাথেই একান্তে দিওয়ালি উৎসব কাটাচ্ছেন সইফ আলি খান। এদিন ধরমশালায় থাকাকালীন করিনা কাপুর খান, ছেলে তৈমুরকে নিয়ে স্থানীয় রাস্তায় হাঁটতে বের হন সইফ আলি খান। আর সেখানেই ক্যামেরার মুখোমুখি হন সকলে। এদিন ক্যামেরা দেখে আচমকা চেঁচিয়ে ওঠে তৈমুর। যেহেতু তারা ছুটি কাটাতে গিয়েছেন, সেকারণে কোনওভাবেই যাতে তাঁদের ছবি লেন্সবন্দি না করা হয়, তার জন্যই ক্যামেরা দেখে চিৎকার শুরু করে সইফ পুত্র তৈমুর আলি খান।
প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ক্যামেরা দেখলেই এভাবেই চিৎকার করে উঠেছেন তৈমুর। তৈমুরের জন্মের পর থেকে পাপারাতজিরা সবসময় তাকে লেন্সবন্দী করতে চেয়েছেন। কিন্তু তৈমুরকে যাতে অন্যান্য বাচ্চাদের মতই সাধারণভাবে বড় হতে দেওয়া হয়, বারংবার সেই আবেদন জানান করিনা কপুর খান সইফ আল খান। এমনকী, বার বার এভাবে তাঁদের ছেলেকে লেন্সবন্দী করতে চাইলে সেক্ষেত্রে তার বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বেবো। তা সত্ত্বেও রাস্তায় হোক কিংবা বিমান বন্দর,তৈমুরের ছবি তোলার জন্য আগ্রহী থাকেন পাপারাতজিরা।