Homeরাজ্যউত্তরবঙ্গSiliguri: সিকিমের থেকে বিচ্ছিন্ন শিলিগুড়ি ! অবিরাম বৃষ্টিপাতের জেরে ধস জাতীয় সড়কে

Siliguri: সিকিমের থেকে বিচ্ছিন্ন শিলিগুড়ি ! অবিরাম বৃষ্টিপাতের জেরে ধস জাতীয় সড়কে

নিউজ ডেস্ক: ফের ধস নেমে বিচ্ছিন্ন হয়ে গেল শিলিগুড়ির সাথে সিকিমের যোগাযোগ।কালিম্পং এবং সিকিমের লাইফলাইন বলে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধস নেমেছে। রবিবার সকালে ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। কিছুদিন আগেই পূর্ত দপ্তর ওই এলাকায় ধস মোকাবিলায় কংক্রিটের দেওয়াল তৈরি করেছিল। ধসে সেই দেওয়ালও ভেঙে গিয়েছে। অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা।এদিকে ঘটনার খবর পেয়ে এদিন সকালে সেখানে পৌছায় প্রশাসনিক আধিকারিকরা।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস সরানোর কাজ।

কালিম্পং জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে।গত তিন দিন আগে ত্রিবেণী এলাকায় তিস্তার জল উঠে এসেছিল রাস্তায়।তিস্তার লোয়ার ড্যাম প্রজেক্টের জন্য জল ধরে রাখার প্রবণতার কারণে পাহাড়ে দু পাশে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে ভূ-বিঞ্জানীদের মতে।

ঘটনার জেরে যানচলাচল স্তব্ধ হয়েছে।কয়েকঘন্টা পর থেকেই ছোট গাড়িগুলোকে পাশ দিয়ে কোনও মতে বের করার ব্যবস্থা করা হয়। জোর কদমে চলছে মেরামতের কাজ। বড় গাড়ি যাতায়াতে আরও কিছুটা সময় লাগবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

আপাতত কালিম্পংগামী বড় গাড়ি ডুয়ার্সের গরুবাথান দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।কালিম্পং দিয়ে ঘুরে সিকিম যেতে সময় লাগে অনেক।তাই রাস্তা খুলে যাবার অপেক্ষা করছেন অনেকেই।

কিছুদিন আগে কালিম্পং এর কাছে ভালুকাদাঁড়ায় ধস নেমে মৃত্যু হয় কিছু নির্মাণ শ্রমিকের।যার জেরে বন্ধ সেবক রংপো রেলপথের কাজ।তারপরেও একাধিক সময় ধস নেমেছে।সিকিমের সঙ্গে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন।তবে আগামী কয়েকঘন্টায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

RELATED ARTICLES

Most Popular