Homeএখন খবরকরোনা মোকাবিলায় সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন লক্ষ্মীরতন-বিরাট

করোনা মোকাবিলায় সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন লক্ষ্মীরতন-বিরাট

নিউজ ডেস্ক: করোনা মোকাবেলায় আইপিএলের সমস্ত আয় দান লক্ষ্মীরতনের, এগিয়ে এলেন বিরাটও।গোটা ভারত বর্ষ করোনার দ্বিতীয় বিধ্বস্ত।দিল্লি হোক কিংবা মহারাষ্ট্র সর্বত্র চিত্রটা একই।এই পরিস্থিতিতে করোনা থাবা বসিয়েছে আইপিএলেও ।

কিছুদিন আগেই আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে।আর টুর্নামেন্ট স্থগিত হতেই বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার-সহ অনেকেই এগিয়ে এলেন করোনা মোকাবিলায়।বিরাট কোহলি থেকে লক্ষ্মীরতন শুক্লা সেই তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে।

লক্ষ্মীরতন শুক্লার জন্মদিন ৬ মে;আর সেদিনই বড়সড় ঘোষণা করলেন তিনি। টুইটে জানালেন, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আইপিএলে ধারাভাষ্যকার বাবদ যে অর্থ তিনি পেয়েছেন, তার পুরোটাই দান করবেন।

একইসঙ্গে তিনি লেখেন, “করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবার পাশে দাঁড়াতে ছোট্ট একটু সাহায্য।” এরপরই অনেকেই শুক্লার জন্মদিনে তাঁর এহেন কাজকে কুর্নিশ জানান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি মুম্বইয়ে ফিরে নেমে পড়লেন করোনা মোকাবিলায়। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কোহলির স্ত্রী অনুষ্কাও। আগেই সেকথা জানিয়েও দিয়েছিলেন বলিউড অভিনেত্রী। জানা গিয়েছে, মুম্বইয়ে পৌঁছেই যুব সেনার নেতা রাহুল কানালের সঙ্গে দেখা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারত এই অধিনায়ক।

RELATED ARTICLES

Most Popular