নিজস্ব সংবাদদাতা: সাড়ে সাত মাস পরে চলবে লোকাল ট্রেন! রাত পোহালেই গড়াবে রেলের চাকা। তাই লোকাল ট্রেন চালু হওয়ার আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর আর মেদিনীপুর স্টেশনে পরিদর্শন করে গেলেন পুলিশ কর্তারা। পুলিশের শীর্ষ কর্তারা, জিআরপি, আরপিএফ, রেলের স্টেশন ম্যানেজার। দফায় দফায় খতিয়ে দেখা হল খুঁটিনাটি। দুই স্টেশনের টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন দিক ঘুরে ঘুরে খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন তাঁরা।
ইতিমধ্যে স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বাইরে যাওয়ার আলাদা আলাদা জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে বলে জানা গেছে রেল সূত্রে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মেদিনীপুরের স্টেশনের ৩টি প্ল্যাটফর্ম আর খড়গপুরের ৮টি প্ল্যাটফর্ম পর্যন্ত গোলাকৃতি চিহ্ন দিয়ে স্থান নির্দিষ্ট করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের ভিতরে ব্যবস্থাপনা দায়িত্বে থাকবেন রেল পুলিশ কর্মীরা।বাইরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশের কর্মীরা। কে কীভাবে তাঁর দায়িত্ব পালন করবেন সে বিষয়টি নিয়ে স্টেশন ম্যানেজারের সাথে এদিন পর্যালোচনা করেন পুলিশ কর্তারা।
বুধবার মেদিনীপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল 4:05 আর দ্বিতীয় ট্রেন 5:42 মিনিটে। অন্য দিকে খড়গপুর থেকে সকালের প্রথম ট্রেন ছাড়বে ভোর 3:00 আর দ্বিতীয় ট্রেন 3:50 মিনিটে। লোকাল ট্রেন চালু হওয়ার পর পরিস্থিতি মোকাবিলা করাই এখন চ্যালেঞ্জ রেল ও রাজ্য পুলিশের কাছে। করোনা সংক্রমন যাতে ট্রেন থেকে না ছড়াতে পারে সেটা দেখাই প্রাথমিক কর্তব্য। রেল জানিয়েছে কোনোও কারনে যদি কেউ মাস্ক আনতে ভুলে যান তার জন্য প্রতিটি স্টেশনে মাস্ক কেনার সুবিধা থাকছে। যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে। অন্য সময় অফিস টাইমে একটি লোকাল ট্রেনে প্রায় ৪ হাজার যাত্রী আসত। সামাজিক দূরত্ব মানলে এখন ৭০০ যাত্রী উঠতে পারবে ট্রেনে। কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে আশঙ্কা থাকছে। তাই রেলের তরফ থেকে আবেদন করা হয়েছে যে খুব দরকার ছাড়া যাতে কেউ ট্রেনে না ওঠেন। আর যাঁরা উঠবেন তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি যেন মেনে চলেন।
যাত্রীদের সুবিধার জন্য ফের একবার খড়গপুর ডিভিশনের টাইম টেবিল নীচে দেওয়া হল।Midnapur-Howrah – সকাল 4:05, 5:42, 6:10, 6:35, 7:45, 11:00, 11:43, বেলা 1:00, 2:25, 3:30, বিকেল 5:55, 7:15
Howrah-Midnapur – সকাল 2:40, 4:25, 6:30, 8:00, 8:48, 9:40, 10:25 দুপুর 1:30 বিকেল 4:00, 5:20, 6:35, 7:38, 8:15
Kharagpur-Howrah- সকাল 3:00, 3:50, 5:25, 7:40, দুপুর 2:15
Howrah- Kharagpur – সকাল 3:25, 7:15, বিকেল 4:30, 8:48
Panskura-Howrah হাওড়া- সকাল 3:05, 4:32, 6:25, 8:50, 11:32, দুপুর 2:02, বিকেল 4:40, 8:18
Howrah-Panskura- সকাল 6:43, 9:05, 10:12, 11:15, বেলা 2:40, বিকেল 3:45, 5:35, 7:05
Mecheda-Howrah হাওড়া- সকাল 4:20, 6:15, বেলা 1:25
Howrah- Mecheda- বিকেল 5:50, 6:55
Amta- Howrah – সকাল 7:00, 8:05, বিকেল 5:20, 6:45
Howrah-Amta- সকাল 6:05, 8:40, বিকেল 4:40, 7:15
Haldia-Howrah – সকাল 6:05, বিকেল 5:15
Howrah-Haldia- সকাল 6:15, সন্ধ্যা 6:00
Digha- Panskura-Santragachi- 5:45
Santragachi – Panskura-Digha- 6:15
এছাড়াও Digha-Mecheda (সকাল 11:15) ও Mecheda-Santragachi (বেলা 2:12) ট্রেন দুটি চলবে।