Homeএখন খবরKharagpur: খড়গপুরের ৩ ডাকাতকে গ্রেপ্তার করল নারায়নগড় পুলিশ! উদ্ধার অস্ত্রশস্ত্র

Kharagpur: খড়গপুরের ৩ ডাকাতকে গ্রেপ্তার করল নারায়নগড় পুলিশ! উদ্ধার অস্ত্রশস্ত্র

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর থেকে প্রায় ২৫কিলোমিটার দূরে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ ডাকাতকে গ্রেপ্তার করল নারায়নগড় থানার পুলিশ। ৬০ নম্বর বালেশ্বর-রানীগঞ্জ জাতীয় সড়কের পাশেই রামপুরা নামক একটি জায়গা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের বক্তব্য শুক্রবার ভোর ৩টা নাগাদ এদের গ্রেপ্তার করা হয়েছে। বড়সড় ডাকাতির ছক কষেই ডাকাতের এই দলটি জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান। তার আগেই নিজস্ব সূত্র মারফৎ খবর পৌঁছে যায় নারায়নগড় থানার পুলিশের কাছে। এরপরই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই ৩ দুষ্কৃতিকে।

জানা গেছে খড়গপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এই তিন দুষ্কৃতি হল অশোক বধা ওরফে কালু, অলক দাস ও মুকেশকুমার যাদব। খড়গপুর পৌর এলাকারই বাসিন্দা এরা। এদের বিরুদ্ধে আগেও বিভিন্ন দুষ্কর্মের অভিযোগ রয়েছে বলে পুলিশের অনুমান। এদের কাছে থেকে ডাকাতির জন্য ব্যবহৃত রড়, শাবল ছাড়াও ভোজালি, ছোরা ইত্যাদি পাওয়া গেছে। শুক্রবার ধৃতদের খড়্গপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। ধৃতদের চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে।

পুলিশের অনুমান খড়গপুর থেকে এতদুরে দুষ্কর্মের জন্য জড়ো হওয়া এই দলটিতে স্থানীয় দুষ্কৃতিরাও যুক্ত থাকতে পারে অথবা স্থানীয় কারো ডেরায় বসে এই দুষ্কর্মের প্ল্যান হয়ে থাকতে পারে। অথবা এটাও হতে পারে যে তারা জাতীয় সড়কেই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। পুলিশের অনুমান রাতে যেহেতু জাতীয় সড়ক বরাবর পুলিশের টহলদারি ভ্যান ঘনঘন টহল দেয় তাই ভোরের দিকটাকেই অপারেশনের জন্য বেছে নিয়েছিল তারা। কারন ভোরের দিক থেকেই জাতীয় সড়কে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। ঠিক কী উদ্দেশ্যে আর কার সহায়তায় এই ডাকাতির পরিকল্পনা করা হচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। দেখা হচ্ছে এই পরিকল্পনার সাথে আর কে বা কারা যুক্ত ছিল কিনা।

RELATED ARTICLES

Most Popular