নিজস্ব সংবাদদাতা: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল খড়গপুর শহরের ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। শহরের পৌর প্রশাসক তথা বিধায়ক ক্রিকেট প্রেমী প্রদীপ সরকারের একান্ত উৎসাহ ও উদ্যোগে চলতি ৮দিন ক্রিকেটময় থাকছে খড়গপুর শহর। রবিবার সুভাষপল্লী সংলগ্ন বি.এন.গ্রাউন্ডে ‘মা-মাটি-মানুষ চেয়ারম্যান ট্রফি’ নামাঙ্কিত এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম রত্ন নমন ওঝা। বিধায়ক উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা পুলিশ শাসক দীপক সরকার, মহকুমা শাসক আজমল হুসেইন এবং ওয়ার্ড গুলির দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন বিদায়ী কাউন্সিলররা। শহরের ৩৫টি ওয়ার্ডের গঠন করা একটি করে নিজস্ব দল এবং পৌর প্রশাসকের একটি দল মিলিয়ে মোট ৩৬টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতিটি দল এখানে ৬ ওভার করে খেলার সুযোগ পাচ্ছে। A এবং B দুটি গ্রূপে খেলা হচ্ছে। A গ্রূপে থাকছে 32, 18, 7, 20, 24, 29, 9, 5, 12, 30, 28, 27, 1, 4, 19, 16, 10, 8, 23 নম্বর ওয়ার্ড এবং Chairman Xl. সহ মোট ২০টি দল। অন্যদিকে গ্রূপ B গঠিত হয়েছে 15, 31, 26, 3, 14, 17, 25, 11, 21, 35, 22, 34, 33, 2, 13, 6 ওয়ার্ডের দল নিয়ে।
ঠিক যেভাবে এই ওয়ার্ডের দল গুলি রয়েছে সেই ভাবে ওয়ার্ড ভিত্তিক প্রথম খেলা। যেমন A গ্রূপে 32 য়ের পর 18 নম্বর ওয়ার্ড রয়েছে এর অর্থ ওই দুটি ওয়ার্ড নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলবে। ৭ই ফেব্রুয়ারি অর্থাৎ উদ্বোধনের দিন B গ্রূপের 15 ও 31 এবং 26 ও 3 নম্বর ওয়ার্ড নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলেছে অন্যদিকে A গ্রূপের 10 ও 8 এবং Chairman Xl ও 23 নম্বর ওয়ার্ড নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলেছে।
এই ভাবে পারষ্পরিক লড়াইয়ের মধ্যে দিয়ে ১৪ই ফেব্রুয়ারি শেষ চারে জয়ী দুই গ্রূপের দলগুলি ২টি সেমিফাইনালে অংশ নেবে বেলা বিকাল ৫টা ও ৬টায় এবং সেখান থেকেই জয়ী হয়ে আসা ২টি দল ওই দিনই রাত ৮টায় চূড়ান্ত পর্যায় বা ফাইনাল ম্যাচ খেলবে।