Homeএখন খবরখড়গপুর উপনির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই , দাবি জানালো ঐক্য...

খড়গপুর উপনির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই , দাবি জানালো ঐক্য মঞ্চ

নিজস্ব সংবাদদাতা :গত লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তা দাবিতে সারা রাজ্য জুড়ে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। বর্তমানে রাজ্যের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। বর্তমানে একই দাবিতে সোচ্চার ঐক্য মঞ্চ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খড়গপুর শহর বিধানসভা উপনির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে আজ শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে খড়গপুর মহকুমা শাসক বৈভব চৌধুরীর নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কিংকর অধিকারী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন, ” মহকুমা শাসক জানিয়েছেন যে, খড়গপুর বিধানসভা উপনির্বাচনে পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। বেশির ভাগ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া যেখানে আধা সামরিক বাহিনী থাকবে না সেখানে সি সি টিভি, মাইক্রো অবজারভার থাকবে। ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টি কোনো ভাবেই অবহেলা করা হবে না। তিনি সকল ভোট কর্মীর জন্য যথেষ্ট নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিংকরবাবু বলেন, আমরা তাঁকে জানিয়েছি আমাদের দাবী কোনো ভাবেই বেশির ভাগ বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। নাহলে কোনো ভাবেই সি সি টিভি বা মাইক্রো অবজারভার বা রাজ্য পুলিশ দিয়ে নিরাপত্তার দিকটি সুনিশ্চিত ভাবে রক্ষিত হবে না। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটকর্মীদের ক্ষোভ কোনো মতেই প্রশমিত হবে না। লোকসভা নির্বাচনে

RELATED ARTICLES

Most Popular