
নিজস্ব সংবাদদাতা: এই সপ্তাহেই শীত পড়তে চলেছে এমনই আভাষ দিয়েছিল আবহাওয়া দপ্তর । প্রায় সেই পূর্বাভাষ মিলিয়ে তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিনবঙ্গে। পাল্লা দিয়ে মেদিনীপুর খড়গপুরেও।
গত সোমবার থেকে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা নামতে নামতে বুধবার মেদিনীপুর শহরের তাপমাত্রা ছুঁয়েছে ১৪ডিগ্রি সেলসিয়াসে। খড়গপুর প্রায় ১৩ডিগ্রি ছুঁয়ে। অবশ্য দুটোই সর্ব নিম্ন হিসাবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১৭তারিখ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যানের তথ্য অনুসারে মেদিনীপুর শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪১, পরের দিন তা দাঁড়ায় ১৫.৮৪তে। বুধবারের হিসাবে সেই তাপমাত্রা ১৪.৭৬। খড়গপুরের ক্ষেত্রের কলাইকুন্ডা ও আইআইটি অর্থাৎ শহরের দুই প্রান্তের গড় হিসাব মিলিয়ে দেখা গেছে বুধবার শহরের সর্ব নিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৩.৯৬তে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে সন্ধ্যা ৭টার পরে ও সাত সকালে ঠাণ্ডা আমেজ পেয়েই খুশি সমগ্র দক্ষিনবঙ্গই। বুলবুলের প্রভাবের পর থেকেই সকালে ও রাতের দিকে ঠাণ্ডা হাওয়ার আমেজ ছিলই। যদিও বেলা গড়ালেই রোদের তেজে বেপাত্তা হয়ে যেত ঠাণ্ডারা। কিন্তু এখন প্রায় সকাল ১০টা অবধি ছায়ায় থাকলে বেশ ঠাণ্ডার রেশ। রাতে মোটা চাদর এবং চানের সময় ছ্যাঁক ছ্যাঁক করছে শরীর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকবে, ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিনবঙ্গের অন্য জেলাগুলো যেমন দুই চব্বিশ পরগণা, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি-সহ কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও বেশ খানিকটা কমেছে তাপমাত্রার পারদ। সপ্তাহের শেষে আরও খানিকটা কমতে পারে তাপমাত্রা। এমন ইঙ্গিতও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। হিমাচল প্রদেশেও একই রকম পরিস্থিতি।প্রতি বছর যেমন হেমন্তের আগমন নিয়েই শীত উপভোগ পালা শুরু হয় রাজ্যে ঠিক তেমনই এসে যাচ্ছে শীত।
মঙ্গলবার রাত ৯টার পরেই রাস্তায় যানবাহন কমতে লক্ষ্য করা গেছে। সাড়ে দশটার পর শুনশান হতে দেখা গেছে দুই শহরের জনবহুল রাস্তা গুলি।