Homeএখন খবরখড়গপুর শহরের মোবাইল দোকানে চুরি দেড় লক্ষাধিক টাকার মোবাইল, পাতাখোর দাপটে অতিষ্ঠ...

খড়গপুর শহরের মোবাইল দোকানে চুরি দেড় লক্ষাধিক টাকার মোবাইল, পাতাখোর দাপটে অতিষ্ঠ শহরবাসী

সেই দোকানের সামনে ভিড় 

নিজস্ব সংবাদদাতা: ফের চুরি খড়গপুর শহরে। এবার শহরের ছোট ট্যাংরা এলাকার একটি মোবাইল দোকান থেকে অন্ততঃ দেড় লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে বলে দাবি করেছেন ওই মোবাইল দোকানের মালিক। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বোঝা যাচ্ছে শনিবার ভোর ৫টা নাগাদ দোকানের শোকেশ থেকে মোবাইল তুলে নিয়ে ব্যাগে ভরে নিচ্ছে এক যুবক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও তার মুখটি স্পষ্ট ধরা পড়েনি। ছোট ট্যাংরা এলাকার ওই মোবাইল দোকানটির মালিক নারায়ন প্রসাদ জানিয়েছেন সকাল ৭টা নাগাদ দোকান খুলি তখনই দোকানের ভেতরে দিনের আলো দেখতে পেয়ে চমকে উঠি। এরপরই চোখ পড়ে যায় অ্যাসবেসটস ছাদের দিকে। দেখি ছাদ কাটা আর আর দোকানের শোকেশে থাকা সমস্ত মোবাইল গায়েব।

সব ফাঁকা 

এরপরই খবর যায় খড়গপুর টাউন থানায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং দোকানের খুঁটি নাটি তথ্য সংগ্রহ করে এবং মোবাইল ক্যামেরায় ছবি তুলে রাখা হয় দোকানের বিভিন্ন জায়গার। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা শুধু নয় প্রায় সমস্ত শহর জুড়েই অভিযোগ উঠছে ছিঁচকে চোরের দাপট বাড়ার। কিছুদিন আগেই ঘটনাস্থল থেকে অনতি দুরেই খড়গপুর মহকুমা হাসপাতালের সামনে পর পর তিনটে দোকানে চুরি হয়েছে। কিছুদিন আগেই কৌশল্যা এলাকার একটি তৃনমূল পার্টি অফিস থেকে চুরি হয়েছে সামান্য প্লাস্টিক চেয়ার। চুরি হয়েছে সুভাসপল্লীতেও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানু্ষের বক্তব্য বড়সড় চুরি হয়ত হচ্ছেনা কিন্তু জানলার শিকের ভেতর দিয়ে কিছু গলিয়ে মোবাইল, পার্স ইত্যাদি নিয়ে যাচ্ছে। বাড়ির বাইরে রাখা অ্যালুমিনিয়াম হাঁড়ি , কড়া, বালতি ইত্যাদি গায়েব হয়ে যাচ্ছে। চুরির পরিমান টাকার অংকে হয়ত কম কিংবা থানায় গিয়ে অভিযোগ জানানোর সময় ও ঝক্কি অনেকেই নিতে চাইছেনা কিন্তু ঘটনা হল চুরির পরিমান বাড়ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাধারন মানু্ষের দাবি পাতাখোর মাদকাসক্তি কিশোর এবং যুবকদের মধ্যে এতটাই বাড়ছে যে তারই অবশ্যম্ভাবী ফল হিসাবে বাড়ছে এই ছিঁচকে চুরি। নেশার পয়সা যোগাড় করতে মরিয়া হয়েই এসব করছে পাতাখোর দের দল । মানু্ষের আরও অভিযোগ শহরে রাতের বেলায় পুলিশি টহল, পিসি পার্টির তৎপরতা বেশকিছুটা ঢিলেঢালা হয়ে পড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বড়সড় ঘটনা যেমন কিছুদিন আগে শহরের নিউ সেটলমেন্ট এলাকায় ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর হত্যাকাণ্ডর বেলায় পুলিশ তৎপরতার সঙ্গে রহস্য সমাধান করেছে। এরই পাশাপশি এই সব চুরি ও নেশাখোরদেরও তৎপরতার সঙ্গে দমন করা দরকার। তা না’হলে এগুলিই ভবিষ্যতে শহরের বড়সড় আইন শৃংখলার সমস্যা হয়ে দাঁড়াবে। 

RELATED ARTICLES

Most Popular