নিজস্ব সংবাদদাতা: তৃনমূল কংগ্রেস কে বিধানসভা উপনির্বাচনে জিতিয়ে আনার জন্য খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভাকে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৫কোটি করে মোট ১৫কোটি টাকা বরাদ্দ করলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার খড়গপুর শহরের খড়গপুরবাসিকে ধন্যবাদ জ্ঞাপন প্রশাসনিক সভা থেকে এ কথা ঘোষনা করলেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সাথে বোনাস হিসাবে খড়গপুর মহকুমা হাসপাতালে ১০শয্যার আইসিইউ চালু করার কথাও ঘোষনা করেছেন মূখ্যমন্ত্রী। পাশাপশি খড়গপুরে একটি ক্রীড়াঙ্গন নির্মানের জন্য আরও ৫কোটি টাকা বরাদ্দ করা হবে বলে এদিন মূখ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিপূর্বেই সরকার ৫কোটি টাকা বরাদ্দ করেছেন ওই স্টেডিয়ামের জন্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচনে তৃনমূল জেতার পর নিশ্চিতভাবেই খড়গপুরবাসীর জন্য এই উপহার সামান্য হলেও খুশির। সামান্য এই কারনে যে ‘কমিউনিটি ডেভলাপমেন্ট’ খাতে বরাদ্দ প্রায় ৫লাখি শহরবাসীর জন্য ৫কোটি টাকা খুবই কম কিন্ত এটাও ঘটনা যে মাগ্গি গন্ডার বাজারে এটাই বা কম কিসের? আর এটাতো মানতেই হবে যে ‘তৃণমূল’কে না জেতালে সরকার এই পুরস্কার দিতেননা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচনের প্রাক্কালে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন প্রদীপ সরকারকে জেতালে শহরের উন্নয়নের বকলমা নেবেন তিনি। মমতা ব্যানার্জীও শুভেন্দুকে এদিন নির্দেশ দিয়ে গেছেন খড়গপুরের পরিবহন ব্যবস্থা ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য। খড়গপুর বাস টার্মিনাল সহ অনেক কিছুই করার আছে। নিশ্চিতভাবে সে সব একটু একটু করে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি এটাও সবাইকে ভাবতে হবে যে তৃনমূলকে জেতালেই এসব পাওয়া যাবে। বিরোধীদের জেতালে নয়। সরকার, মূখ্যমন্ত্রীরা কেবলই তৃণমূলের, বিরোধীদের জন্য এখনও কেউ নেই , ভবিষ্যতেও থাকবেনা অন্তত তৃনমূল ক্ষমতায় থাকলে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদি খড়গপুর থেকে তৃনমূল না জয়ী হত তবে নিশ্চিতভাবে এগুলো খড়গপুরের প্রাপ্য হতনা, বোঝা যেত খড়গপুরের এসবের প্রয়োজন নেই। এমনটাই কি চলছে বিরোধিদের জিতে আসা বিধানসভা এলাকায়? গনতন্ত্র কি আপাতত শিকেয় তোলা?