নিজস্ব সংবাদদাতা : অপরিকল্পিত ভাবে পুকুরের সংস্কার করাতেই মৃত্যু হয়েছে কিশোরের এমনই অভিযোগ তুলে খড়গপুর পুরসভার ১২নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলরের অফিস ঘেরাও করল ক্ষুব্ধ জনতা। জনতার হাতে কাউন্সিলর সরিতা ঝা নিগৃহীত হয়েছেন বলে খবর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার রাত পৌনে ৯টা নাগাদ এই ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থার নিয়ন্ত্রন নেয়। গোটা এলাকা ঘিরে রেখেছে পশ্চিমবঙ্গ পুলিশের দাঙ্গা দমন বাহিনী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য রবিবার সাত সকালেই স্থানীয় কাঞ্জিলাল পুকুরে ছট পুজোয় অংশ নিয়ে পা হড়কে গভীর জলে তলিয়ে যায় ১৪বছরের ওমনাথ সিং। স্থানীয় এক গরীব রিকশাওয়ালার ছেলে ওমের মৃত্যুতে সকালেই ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকালেই মৃতের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে জনতার ক্রোধের মুখে পড়েছিলেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান তথা খড়গপুর শহর বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জনতার ক্ষোভের কারন, জেসিপি ব্যবহার করে সদ্য সংস্কার করা ওই পুকুরের পাড় বিন্যাস এবং জলের ভেতর অংশ পরিকল্পনা মাফিক না হওয়ায় সহজেই গভীর জলে তলিয়ে যায় ওই কিশোর। মানু্ষের আরও অভিযোগ হাজার হাজার মানুষ এখানে ছটপুজোয় অংশ নিলেও ছিলনা কোনও নিরাপত্তা ব্যবস্থা। আর তাই এই দুর্ঘটনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর সরিতা ঝা এই পুকুর সংস্কারকে নিজের কৃতিত্ব দাবি করে একে ছটপুজোর জন্যই নিবেদিত বলে ঘোষনা করে বাধা দিয়েছিলেন দুর্গা প্রতিমা বিসর্জনে এমনটাই দাবি ছিল স্থানীয় একটি ক্লাবের। মানু্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও আছে খোদ স্থানীয় তৃনমূল নেতৃত্বেরই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এসবই রবিবার রাতে জনতার ক্রোধ হয়ে ফেটে পড়ে। এদিন জনতার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ঝা । এরপরই তাঁকে ধাক্কাধাক্কি করে মহিলারা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ । জনতাকে হটিয়ে দেয় তারা।