Homeএখন খবরক্ষোভের চোরা স্রোত তৃণমূলেরই অন্দরে, কালো কালিতে দেওয়াল লিখেই বোঝালেন কর্মীরা

ক্ষোভের চোরা স্রোত তৃণমূলেরই অন্দরে, কালো কালিতে দেওয়াল লিখেই বোঝালেন কর্মীরা

নিজস্ব সংবাদদাতা: দুদিন আগেই নিমপুরা এলাকার নতুন পল্লীতে তৃনমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। রীতিমত প্ল্যাকার্ড নিয়ে রাস্তা ঘিরে অবরোধ করে দেখানো হয় বিক্ষোভ। সেই সময় প্রচারে গিয়ে সরাসরি বিক্ষোভের মুখে পড়েন খড়গপুর সদর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে  তৃণমূল প্রার্থী

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তথা পুরসাভার চেয়ারম্যান প্রদীপ সরকার। প্রদীপ নিজে মেজাজ হারিয়ে বচসায় জড়িয়ে পড়েন। বিক্ষোভকারিদের অভিযোগ পুলিশ তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। প্রদীপ পরে জানান, সিপিএম এবং বিজেপি পরিকল্পিত ভাবে তাঁর প্রচারের বিঘ্ন সৃষ্টি করতেই এই বিক্ষোভের ব্যবস্থা করেছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন ওই মুহূর্তে প্রদীপ সরকার প্রচারে আসবে এটা তাঁদের জানাই ছিলনা। বরং যাদের জানার কথা তাঁরাই এটা করেছেন।

ঘটনা এটাই যে এই বিক্ষোভ সেদিন সংঘটিত করার পেছনে তৃণমূলের একটা অংশের মদত ছিল এবং নিমপুরা ১২নম্বর ওয়ার্ডের ওই এলাকায় তৃণমূল কর্মীদের একটা অংশের ক্ষোভ এতটাই তীব্র যে তাঁরা কালো কালি দিয়ে প্রদীপ সরকারের হয়ে দেওয়াল লিখছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১২নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় গিয়ে লক্ষ্য করা যাবে কালো কালি দিয়ে দেওয়াল লিখেছে কর্মীরা। দলের নির্দেশ মেনে প্রদীপের হয়ে প্রচার করলেও ভেতরে ভেতরে তাঁরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন ওই কালো কালিতেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাধারন চোখে নিরীহ এই দেওয়াল লেখা দেখলে কিছু মনে না হলেও প্রদীপ বিরোধীদের এই ‘কালো কালি’ র প্রতিবাদ পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন কিছুনা। প্রার্থী পছন্দ না হলে এক সময় ডান বাম উভয়দলের কর্মীদেরই কালো কালি ব্যবহার করতে দেখা গেছে। কিন্তু বিষয়টা ভাবার বিষয় খড়গপুরের মাটিতে কারন খুবই পাকা মাথার পরামর্শে এই কালোকালি ব্যবহার করা হয়েছে এবং সেই মাথা অত্যন্ত রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের অন্দরে ঐক্যের বাতাবরণটি যতই পরিপাটি করে সাজানো হোকনা কেন আদতে তার গভীরে ফাটলটি কত বড় তা আরও একবার স্পষ্ট হল এই কালো কালিতে।
পৌরসভা নির্বাচনের সময় ১২নম্বর ওয়ার্ডে সিপিএমের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয় তৃণমূলের। সিপিএম নেতা নান্টু মন্ডল বা অনিতের প্রার্থী সরিতা ঝা য়ের কাছে পরাজিত হয় তৃণমূল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরে সেই সরিতার তৃণমূলে আসা এবং প্রদীপ সরকারের প্রশ্রয়ে তাঁর সামনের সারিতে চলে আসা মানতে পারছেননা পুরোনো কর্মীরা। সরিতার আচার আচরন দম্ভ মানতে পারেননা এলাকার সাধারন মানুষও। তৃনমূলের এক নেতা পরিষ্কার জানিয়েছেন, ‘সরিতার জন্যই এই এলাকায় তলানিতে ঠেকেছে দলের সমর্থন। যখন আমরা হারি তখন খুবই কম মার্জিনে হেরেছিলাম আমরা। এখন কাউন্সিলার আমাদের কিন্তু সমর্থন এতটাই কম যে ফল বেরুলেই তার প্রমান পাওয়া যাবে।” 

RELATED ARTICLES

Most Popular