নিজস্ব সংবাদদাতা: ”মমতা ব্যানার্জী মুখে বলছেন বাংলায় এনআরসি মানবনা অথচ তিনি বাংলার মাটিতে ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য কেন্দ্রকে জায়গা দিচ্ছেন! এটাই হল তৃণমূলের আসল চরিত্র।” খড়গপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের সমর্থনে বক্তব্য রাখতে এসে এভাবেই মমতা ব্যানার্জী ও তৃণমূলকে বিঁধলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার শহরের ধ্যান সিং ময়দান সংলগ্ন এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ একঝাঁক নেতৃত্বের উপস্থিতি মিশ্র বলেন , এনআরসি নিয়ে বিজেপি এবং তৃণমূল উভয়েই বিভাজনের রাজনীতি করছে। মুখে বিরোধিতার কথা বললেও খবর পাওয়া যাচ্ছে যে এ রাজ্যেই দু’টি ডিটেনশন ক্যাম্প তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ওই ক্যাম্পগুলি এনআরসির জন্যও ব্যবহার হতে পারে। আসলে মুখ্যমন্ত্রী মুখে যা বলেন, কাজে তার প্রতিফলন হয়না। তাই আমরা আশংকা প্রকাশ করছি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিশ্র এর আগেও বলেছিলেন, মূখ্যমন্ত্রী তেড়েফুড়ে দিল্লি গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, এনআরসি নিয়ে কথা হয়েছে? উনি বললেন, এনআরসি নিয়ে কথা হবে কেন ? ওটা অসমের ব্যপার। তাহলে কি নিয়ে কথা হল ? উনি বললেন সরকার সরকারে কথা হয়েছে। পরে দেখা গেল সারদায় অভিযুক্ত রাজীব কুমারকে আর সিবিআই ধরার কথা বলছেনা। এটাই হল বিজেপি তৃণমূল বোঝাপড়া।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিশ্র বলেন, যদি বিজেপির দুর্নীতি দমনের জন্য ইচ্ছা থাকত তবে তৃণমূলের একজন মন্ত্রীরও জেলের বাইরে থাকার কথা নয়। ওরা একজন দুর্নীতিগ্রস্থ পুলিশ অধিকারীককেই গ্রেপ্তার করতে পারেনা। আসলে তৃনমূল আর বিজেপি একে অপরের পরিপূরক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিশ্র এদিন যে বিতর্ক উসকে দিয়েছেন তার অনেকটাই সঠিক জানা গেছে শহর সংলগ্ন রাজারহাটে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম ডিটেনশন ক্যাম্পটি। জানা গিয়েছে এর পরেরটি তৈরি হবে বনগাঁয়।
রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল দত্ত স্বীকার করে নিয়েছেন যে ডিটেনশন ক্যাম্পের জন্য কেন্দ্রকে জায়গা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন এর সঙ্গে এনআরসির সম্পর্ক নেই, বিদেশি বন্দীদের জন্যই তৈরি করা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। কিন্তু ঘটনা হচ্ছে এনআরসিতে যাঁদের নাম থাকবেনা তাঁদের তো বিদেশী বলেই চিহ্নিত করা হবে।