Homeএখন খবরপাঁচ রাউন্ড গননার শেষে জয়ের মুখ দেখল তৃনমূল, নিশ্চিত না হয়ে আসছেন...

পাঁচ রাউন্ড গননার শেষে জয়ের মুখ দেখল তৃনমূল, নিশ্চিত না হয়ে আসছেন না শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা: পঞ্চম রাউন্ড গণনার শেষে অবশেষে খড়গপুরে জয়ের মুখ দেখলেন তৃনমূল প্রার্থী প্রদীপ সরকার। এই রাউণ্ডে তিনি এগিয়েছেন ৫৪৮২ ভোটে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রেমচন্দ্র ঝা পেয়েছেন ১৬৭৪৭ অন্যদিকে প্রদীপ পেয়েছেন ২২২৯৯।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে এই রাউণ্ডয়ের শেষে অনেকটাই পিছিয়ে গেছেন প্রথম দুটি রাউণ্ডে এগিয়ে থাকা বাম কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল । তাঁর প্রাপ্ত ভোট ৮৮২৮। ৬ রাউন্ড  শেষে প্রদীপ সরকার ব্যাবধান বাড়িয়েছেন আরও একটু। এই  রাউন্ড শেষে জোট ৯৭৪২। তৃণমূল ২৯৫১৯ এবং বিজেপি ১৮২৬৭ভোট পাওয়ায় প্রদীপের ব্যবধান ১১২৫২য়ে দাঁড়িয়েছে । অবশ্য এই রাউণ্ডয়ে জয়ের মুখ দেখলেও শেষ অবধি জয়ের হাসি হাসতে প্রদীপ সরকারকে অপেক্ষা করতে হবে আরও ১oটি রাউন্ড অবধি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে সকাল থেকেই খড়গপুরের ওপর তীক্ষ্ণ নজর রেখেছেন রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির হাত থেকে এই আসন ছিনিয়ে আনার জন্য তাঁকেই সেনাপতি করেছিলেন মমতা ব্যানার্জী। যদি সত্যি জয় আসে তবে কর্মীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে খড়গপুরে আসবেন তিনি। তবে তাঁর আগে নিশ্চিত হওয়া চাই। আর মাত্র ১ঘন্টার পরেই পরিষ্কার হয়ে যাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয়ের অভিমুখ।

RELATED ARTICLES

Most Popular