বুধবারের প্রচারে মাস্টারমশাই |
নিজস্ব সংবাদদাতা: নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানিয়ে পাশ বইয়ের জেরক্স বিলি করবেন বাম-কংগ্রেসের জোট প্রার্থী শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল। আগামী ২২তারিখের পর বাম ও কংগ্রেসের কর্মীরা সেই জেরক্স পৌঁছে দেবেন জনতার কাছে। পাশাপশি প্রার্থীর দাবি, এই নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন, তাঁরাও তাঁদের ব্যাঙ্ক তহবিল জনগনের সামনে প্রকাশ করুন।
বুধবার খড়গপুর সদর বিধানসভা ক্ষেত্রের উপ নির্বাচন উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে খড়গপুর শহরে
এমনই দাবি জানানো হল জোটের পক্ষ থেকে। জোটের প্রার্থী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক শুভঙ্কর সরকার এবং সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা।
খড়গপুর নির্বাচনে তাঁদের বিরোধি প্রার্থীরা যেভাবে টাকা খরচ করছে তাতে বিষ্ময় প্রকাশ করে শুভঙ্কর সরকার বলেছেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ একজন প্রার্থী ২৮লক্ষ টাকা ব্যয় করতে পারেন। সেখানে একজন প্রার্থী শুধু দেড় লক্ষ ফ্লেক্স ফেস্টুন লাগিয়েছেন যার মুল্য ২০লক্ষ টাকা! এরপর রয়েছে মিটিং মিছিল কাট আউট , মাইক প্রচার ইত্যাদি ইত্যাদি । কোটি টাকার ওপর খরচ করে নির্বাচন লড়া হচ্ছে অথচ কমিশন কি কিছুই দেখতে পাচ্ছেননা?”
পুলিশ এবং কমিশনের পক্ষপাত মূলক আচরনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাপস সিনহা বলেন, ” প্রচার করার স্বাধীন ও গণতান্ত্রিক অধিকার সমস্ত রাজনৈতিক দলের অথচ আমরা যখন প্রার্থীর সমর্থনে সভা করছি সেখানে তৃণমূলের পক্ষ থেকে মাইক বেঁধে দেওয়া হচ্ছে। গান চালানো হচ্ছে। পুলিশের অনুমতি নিয়ে যেখানে আমরা সভা করছি সেখানে পুলিশ ও কমিশনের লোকেদের উপস্থিতিতে এটা হয় কি করে ?”
প্রার্থী বলেন, ‘খড়গপুর বিধানসভার নির্বাচনকে শুধুই রাজনৈতিক হিসাবে নয় দেখতে হবে সততার আঙ্গিকে। চাচার যে সততা এই শহরকে একদিন আপ্লুত করেছিল সেই সততার নিরিখেও এই নির্বাচন হোক এটাও আমরা চাইছি।”