ঝা হীন কর্মী বৈঠক দিলীপ ঘোষের |
নিজস্ব সংবাদদাতা: নিজের মনোনীত প্রার্থীকেই সামনে আনতে ভরসা পাচ্ছেননা বিজেপির দোদোণ্ড্রপ্রতাপ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থী ঘোষনার ২৪ঘন্টা পের হয়ে গেলেও খড়গপুর শহরে মুখ দেখা যাচ্ছেনা বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝার। কর্মীদের অসন্তোষ ফেটে পড়তে পারে এই ভয় থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি এমনটাই মনে করছে অভিজ্ঞমহল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
লোকসভা নির্বাচনে খড়গপুর থেকে ৪৫হাজারের বেশি ব্যবধানে জেতা বিজেপির এমনই অবস্থা যে রবিবার প্রার্থী ঘোষনার পর প্রথম কর্মী বৈঠক দিলীপ ঘোষকে করতে হয়েছে ঝাকে ছাড়াই আর সেই বৈঠকে ক্ষুব্ধ কর্মীদের মুখের দিকে তাকিয়ে মুখবন্ধ করতে গিয়ে বিজেপির শহর মধ্যমণ্ডলের সভাপতি অভিষেক তেওয়ারিকে বলতে হয়েছে, ” আজকের সভা আপনাদের ক্ষোভ বিক্ষোভ বলার জন্য নয়, আজ আমাদের সম্মানিত রাজ্য সভাপতি কি বলেন সেটাই আমরা শুনব।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মালঞ্চর প্রেমহরি ভবনের এই কর্মী বৈঠকে অবশ্য কর্মীরা কিছুই বলেননি কারন তাঁরা বলতে এসেছিলেন ঝা র সামনে সেই ঝায়ের দেখা নেই। কোথায় গেছেন ঝা ? বলা হচ্ছে ওড়িশায়। কেন ? প্রথমে বলা হয়েছিল কোন এক গুরুদেবের আশীর্বাদ নিতে তারপর বলা হল, তাঁর দাদার শরীর খুবই খারাপ তাই দেখা করতে গেছেন। তা যান কিন্তু মোবাইলটা ফেলে গেলেন কেন ? যতবার সেই মোবাইলে ফোন করা হয়েছে একজন ফোন ধরে নিজেকে ঝায়ের ছেলে পরিচয় দিয়ে বলছেন, বাবা বাড়ি নেই , শহরের বাইরে আছেন। বোঝ কান্ড !
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আসলে জানা যাচ্ছে বিজেপির আশি শতাংশ কর্মী সমর্থকরাই ঝায়ের বিরোধি। ঝা কে প্রথমেই সামনে আনলে বিরোধ সাংঘাতিক জায়গায় পৌঁছে যাবে অনুমান করেই তাকে পেছনে রেখে দিলীপ নিজে এই লড়াইয়ে সেনাপতি হতে চাইছেন মমতা ব্যানার্জী স্টাইলে ভোট আমাকেই দিন বলে সেন্টিমেন্ট সুড়সুড়ি দিতে চাইছেন। যদিও এই ফর্মুলা কাজ করবে কিনা তা ভবিষৎই বলবে আপাতত নিজেকে লুকিয়ে রেখে কর্মীদের মধ্যেই তীব্র হাসির খোরাক ঝা। কর্মীরা বলছেন , যার বিয়ে তাঁর মনে নেই আর দিলীপ ঘোষের ঘুম নেই !