Homeএখন খবরভোটের আগেই ঘর ভাঙল তৃণমূলের , বিজেপিতেই ফিরলেন বেলারানী , খড়গপুরে সংকটে...

ভোটের আগেই ঘর ভাঙল তৃণমূলের , বিজেপিতেই ফিরলেন বেলারানী , খড়গপুরে সংকটে শাসকদল

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের ১২দিন আগেই তীব্র ধাক্কা তৃণমূলে। বিজেপির ঘরে ফিরে গেলেন  ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলা রানী অধিকারী। ২০১৫ সালে খড়গপুর পৌরসভার নির্বাচনে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন বেলারানী। কিন্ত বিজেপির জিতে আসা ৭জন কাউন্সিলের ৬জনকেই তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ ছিল বিজেপির ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির অভিযোগ ছিল তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ সংখ্যালঘু তৃণমূলকে বোর্ড পাইয়ে দিতে মামলা আর টাকার প্রলোভন দেখিয়ে ওই ৬জন কাউন্সিলরকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করেন। ওই ৬জনের ১জন হলেন বেলারানী। যদিও তৃণমূলে যোগ দিলেও বিধানসভা নির্বাচনের আগেই বেলারানী ঘোষনা করেছিলেন নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামবেননা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তখনই বোঝা যাচ্ছিল বিদ্রোহের রাস্তায় যেতে চলেছেন বেলা। বুধবার সেই বিদ্রোহ ঘোষনা করে দিলেন তিনি। তৃণমূলের গোষ্টি বাজি আর লুটের রাজনীতির বিরুদ্ধেই তাঁর ঘর ওয়াপাসি বলে জানিয়েছেন তিনি। ২৫নম্বর ওয়ার্ড কার্যত বিজেপি সমর্থনের দুর্গ। বিজেপির জেলা সাধারন সম্পাদক গৌতম ভট্টাচার্য এখান থেকে জিতেছিলেন বাম আমল থেকেই। পরে মহিলা সংরক্ষিত আসনে জিতে আসেন বেলা। এক নয় , একাধিকবার। তৃণমূলে যোগদানের বাধ্যবাধকতা তিনি তাঁর সমর্থকদের বোঝাতে পারেন। ফলে জন সমর্থন অটুট ছিল তাঁর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার বিজেপি সাংসদ অর্জুন সিং ও জ্যোতির্ময় মাহাতের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাস ও বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা য়ের সামনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজেপিতে ফেরার কথা ঘোষনা করেন বেলা। বেলার বিজেপিতে ফেরা খড়গপুরের কৌশল্যা, বুলবুলচটি, বারবেটিয়া সংলগ্ন এলাকায় তৃণমূলের ভোটে যথেষ্টই প্রভাব ফেলতে পারে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বেলার বিজেপিতে ফেরায় তাদের কোনও ক্ষতি হবেনা। 

RELATED ARTICLES

Most Popular