নিজস্ব সংবাদদাতা: স্থানের নিরিখে চতুর্থ স্থানে থাকলেও ভোটের নিরিখে কার্যত বাতিল হয়ে গেলেন বিজেপির প্রবীন বিদ্রোহী নেতা প্রদীপ পট্টনায়ক। দলের তরফে প্রেমচন্দ্র ঝাকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছিলেন খড়গপুর থেকে চারবারের বিজেপি বিধায়ক পদ প্রার্থী। বিজেপি বাঁচাও ডাক দিয়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু আশাব্যঞ্জক ভোটের ধারে কাছেই ঘেঁষতে পারেনি তাঁর প্রাপ্ত ভোট।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথম রাউণ্ডে বাম কংগ্রেস জোট পেয়েছে ৪২৮৪টি , বিজেপি ৩৩০৪টি এবং তৃনমূল কংগ্রেস ৩২৬৯টি ভোট সেখানে প্রদীপের ঝুলিতে এসেছে মাত্র ৬১টি ভোট। দ্বিতীয় রাউণ্ড শেষেও প্রদীপ তিন অঙ্ক ছুঁতে পারেননি। এখানে তাঁর ঝুলিতে মাত্র ৩৭টি ভোট !
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রদীপ পট্টনায়ক দিলীপ ঘোষকে দায়ী করে অভিযোগ করে ছিলেন যে প্রচুর টাকার বিনিময়ে তিনি প্রেমচন্দ্র ঝাকে প্রার্থী করেছেন। অন্যদিকে প্রেমচন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল যে তিনি জমি মাফিয়া। স্বাধীনতা সংগ্রামী পরিবারের জমি নিজের নামে করে বিক্রি করে দিয়েছেন। কিন্তু কোনও অভিযোগেরই প্রতিফলন ঘটেনি ভোটের বাক্সে। তৃতীয় রাউন্ড শেষে সব প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন সেই প্রেমচন্দ্র ঝাই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃতীয় রাউণ্ড গননার শেষে বিজেপি প্রার্থী এগিয়ে ২১১৫ভোটে। এই পর্ব শেষে বাম কংগ্রেস ভোট পেয়েছে ৬৫২১,তৃনমূল ৮৬৩৪ এবং বিজেপি ১০৭৯৪।