নিজস্ব সংবাদদাতা: বছরের প্রথম শনিবার রোদ ওঠেনি খড়গপুরে। মেঘলা আকাশ আর অগোছালো হাওয়া, তবুও উষ্ণতায় ভরা শহর। এক সূর্যের মুখ লুকানোয় পরওয়া করেনি শহর, শনিবার খড়গপুরে অনেক সূর্য! সে সূর্যর নাম, কবি ও চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, ড. গীতা ডোগরা, সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্বামী শুভকরানন্দ মহারাজও। প্রয়াত সাহিত্যিক অনিল ঘোড়ই, কবি সুনীল মাজীর শহরে এ এক আশ্চর্য সম্মিলন! আর এই উষ্ণতায় মাতাল শহর। সৌজন্যে, মানস গৌতম নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্ট।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বইমেলা কমিটির সম্পাদক তথা সংগঠক দেবাশিস চৌধুরী জানালেন, এই বইমেলা প্রতিটি খড়গপুর বাসীর বইমেলা তাই আগামী ১২ জানুয়ারি অবধি চলা বইমেলা উপলক্ষ্যে যে বিভিন্ন সাংস্কৃতিক ও নানা কর্মকাণ্ড চলবে তাতে যেন সবাই অংশ নেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন অনিল ঘড়াই সম্মান তুলে দেওয়া হয় কবি লক্ষ্মীকান্ত ঘোষের হাতে। খড়গপুর গ্রামীনের অন্তঃস্থলে বসে প্রচারের আড়ালে থাকা এই কবি বাংলার সারস্বত সাধনায় অন্যতম সাধক।কমিটির তরফে জানানো হয়েছে ৫ জানুয়ারি, ২০২০, রবিবার কবি সাহিত্যিকদের আসরেই এবার তুলে দেওয়া হবে খড়গপুর বইমেলা সম্মান ২০২০। এই সম্মানে এবার সম্মানিত হচ্ছেন কবি বৃন্দাবন দাস ( দঃ চব্বিশ পরগণা) ও কবি হীরক বন্দ্যোপাধ্যায় (বর্ধমান পশ্চিম)।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই দিনই বিশেষ আলোচনায় থাকছে “বাংলা ও ওড়িয়া সাহিত্যের সাম্প্রতিক গতিপ্রকৃতি।” আলোচনা করবেন কবি ও শিক্ষাবিদ বিপিন বিহারী বিশাল। এদিনই আরও একটি আলোচনা “সাম্প্রতিক বাংলা সাহিত্যের বহুমুখী ধারা, প্রকরণ ও প্রভাব” অংশ নেবেন অমৃত মাইতি, সৌমিত বসু, অজিত ত্রিবেদী, গৌতম ভট্টাচার্য, অভিষেক রায় চৌধুরী। গল্প কবিতা পাঠে থাকছেন প্রায় ৫০জন কবি সাহিত্যিক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিবারের মত এবারেও প্রায় ১০০টি বইয়ের স্টল থাকছে। থাকছে শিশু ও কিশোরদের বইয়ের আলাদা স্টল। কলকাতার সেরা প্রকাশনীগুলি যথারীতি এবারও ভরিয়েছে মেলা প্রাঙ্গন। থাকছে বইপ্রেমীদের জন্য বিশেষ ছাড়ও। প্রতিদিনই সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত নাটক নৃত্যের বিশেষ উপস্থাপনা। এবার তারকা শিল্পী হিসাবে থাকছেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা।